Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আইনস্টাইনের দেড়পাতার চিঠিটির মূল্য ৩ মিলিয়ন ডলার!

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০১৮, ১১:১৪ AM
আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৮, ১১:১৪ AM

bdmorning Image Preview


মৃত্যুর এক বছর আগে ১৯৫৪ সালে আলবার্ট আইনস্টাইনের লেখা একটি চিঠি নিউইয়র্কে দেড় মিলিয়ন ডলার পর্যন্ত দামে বিক্রি হতে পারে।নিলামে তিন মিলিয়ন ডলারে বিক্রি হওয়া ওই চিঠিটি 'গড লেটার' হিসেবে পরিচিত। ধর্ম ও বিজ্ঞানের মধ্যকার বিতর্কের একটি গুরুত্বপূর্ণ বিবৃতি হিসেবেই এটিকে এখন দেখা হচ্ছে।

চিঠিতে তিনি বলেছেন, ঈশ্বর শব্দটি আমার কাছে মানুষের দুর্বলতার একটি বহির্প্রকাশ ছাড়া আর কিছুই নয়। কোনো ব্যাখ্যাই যে তার এ ধারণার পরিবর্তন করতে পারবে না সেটিও তিনি সেখানে পরিষ্কার করেই লিখে দিয়েছিলেন। নিজ সম্প্রদায় ইহুদিদের তিনি অন্য মানুষ থেকে আলাদা কিছু নয় বলেও তার মতামত দিয়েছেন সেখানে।

নোবেল বিজয়ী এ বিজ্ঞানী ৭৪ বছর বয়সে লেখা দেড়পাতার ওই চিঠিটি লিখেছিলেন জার্মান দার্শনিক এরিক গুটকাইন্ডের কাছে। এ চিঠিতে মাতৃভাষা জার্মান ভাষাতেই তিনি ঈশ্বরে বিশ্বাসে বিষয়টি নিয়ে কথা বলেছেন।

Bootstrap Image Preview