Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

৫০ কোটি গ্রাহকের তথ্য চুরি করে নিয়েছে শেরাটন-মেরিডিয়ান!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০১৮, ১০:২৯ PM
আপডেট: ৩০ নভেম্বর ২০১৮, ১০:২৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


হোটেল ব্যবসা গোষ্ঠী ম্যারিয়ট ইন্টারন্যাশনালের গ্রুপের ৫০ কোটি গ্রাহকের ব্যক্তিগত তথ্য সম্প্রতি বেহাত হয়ে গেছে। শুক্রবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায়, ম্যারিয়টের স্টারউড বিভাগের গেস্ট রিজার্ভেশন ডাটাবেজের তথ্য চুরি করে নিয়েছে হ্যাকাররা।

হোটেল চেইনটির উদ্ধৃতি দিয়ে বিবিসি জানায়, ২০১৪ সাল থেকেই স্টারউড নেটওয়ার্কের তথ্য হাতিয়ে নিচ্ছিল হ্যাকাররা। যাদের তথ্য চুরি হয়েছে, তাদের কোম্পানিটি এ বিষয়ে অবহিত করবে বলেও জানানো হয়েছে।

ম্যারিয়ট ইন্টারন্যাশনাল ২০১৬ সালে স্টারউড কিনে নিয়ে বিশ্বের সবচেয়ে বড় হোটেল চেইন তৈরি করে। বিশ্বজুড়ে তাদের পাঁচ হাজার ৮শ’ অবকাশ যাপন কেন্দ্র রয়েছে।

স্টারউডের হোটেল ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে, শেরাটন, মেরিডিয়ান, ফোর পয়েন্ট, ডব্লিউ হোটেল ইত্যাদি।

ম্যারিয়ট জানায়, চুরি যাওয়া তথ্যের মধ্যে হোটেলগুলোর গ্রাহকদের নাম, পাসপোর্ট নম্বর, ব্যাংক একাউন্টের তথ্য, ফোন নম্বর, ই-মেইল অ্যাড্রেস ছাড়াও হোটেলগুলোতে যাওয়া-আসার তথ্য ছিল। ক্রেডিট কার্ডের গুরুত্বপূর্ণ তথ্যও চুরি হয়েছে বলে জানায় কোম্পানিটি।

গ্রাহকদের প্রতি গভীর দুঃখ প্রকাশ করে ম্যারিয়ট জানায়, তারা আইন প্রয়োগকারী সংস্থাকে বিষয়টি অবহিত করেছে। ক্ষতিগ্রস্ত গ্রাহকদের আরও তথ্য দিতে তারা একটি ওয়েবসাইট খুলেছে।

একইসঙ্গে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশে প্রতারণার শিকারদের আগামী এক বছর ধরে সেবা দেয়ারও একটি প্রকল্প খুলেছে তারা।

Bootstrap Image Preview