Bootstrap Image Preview
ঢাকা, ১৭ বুধবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিমানে ত্রুটি, জি-২০ উদ্বোধনীতে থাকছেন না মের্কেল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০১৮, ১২:০৭ PM
আপডেট: ৩০ নভেম্বর ২০১৮, ১২:০৭ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


বিমানে ত্রুটি দেখা দেওয়ায় শিল্পোন্নত দেশগুলোর জি-২০ সম্মেলনের উদ্বোধনী সেশনে থাকতে পারছেন না জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল।

বৃহস্পতিবার উড্ডয়নের ঘণ্টাখানেক পর এয়ারবাস এ৩৪০ এর জরুরি অবতরণের কারণে জার্মান প্রতিনিধিদল সময় মতো বুয়েন্স আয়ার্সে পৌঁছাচ্ছে না বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।   

সরকারি ওই বিমানটিতে মের্কেল ছাড়াও জার্মান অর্থমন্ত্রী ওলাফ শুলজ ছিলেন।

জার্মানি থেকে আর্জেন্টিনা যেতে এয়ারবাস এ৩৪০ এর ১৫ ঘণ্টা সময় নির্ধারিত ছিল। বিমানটি ওড়ার ঘণ্টাখানেক পরই তাতে কারিগরি সমস্যা দেখা দিলে চালক বাধ্য হয়েই চ্যান্সেলর ও অন্যান্যদের নিয়ে কোলন-বন বিমানবন্দরে অবতরণ করেন।

“গুরুতর ত্রুটি দেখা দিয়েছিল। সৌভাগ্যক্রমে আমাদের বিশেষ এ এয়ারক্রাফটে চমৎকার সব ক্রু ও অভিজ্ঞ পাইলট ছিলেন,” বিমানবন্দর থেকে বাসে করে বনের একটি হোটেলে ফেরার পর সাংবাদিকদের জানান মের্কেল।

অবতরণের আগে এয়ারবাস এ৩৪০ এর চালক যাত্রীদের জানান, ‘বেশকিছু ইলেকট্রনিক ব্যবস্থাপনায় ত্রুটি’ দেখা দেওয়ায় বিমান কোলন-বনে নামছে। ওই ত্রুটির কারণে নিরাপত্তা ঝুঁকি ছিল না বলেও আশ্বস্ত করেছিলেন তিনি।

বিমানবন্দরে ছুটে আসা প্রকৌশলীরা পরে ত্রুটিগুলো খতিয়ে দেখেন। প্রথমদিকে মের্কেল ও শুলজ বিমানের ভেতরে অপেক্ষা করলেও পরে তাদের সরিয়ে নেওয়া হয়।

এয়ারবাস এ৩৪০ এর পরীক্ষা-নিরীক্ষার সময় কাছাকাছি এলাকায় বেশ কয়েকটি ফায়ার ইঞ্জিন মোতায়েন ছিল বলে বিমানটির ভেতরে থাকা রয়টার্সের এক প্রতিনিধি জানিয়েছেন।

দের স্পিগেল জানিয়েছে, মের্কেলকে বহনকারী বিমানটির পুরো যোগাযোগ ব্যবস্থাতেই ত্রুটি ধরা পড়ে। ক্রুরা পরে স্যাটেলাইট ফোন ব্যবহার করে এয়ারক্রাফটটিকে অবতরণ করায়।

জার্মান সামরিক বাহিনীর ব্লগ অগেনগেরাদুসও পরে বিমানটির বেতার ব্যবস্থাপনায় ত্রুটির খবর নিশ্চিত করে।

তাৎক্ষণিকভাবে জার্মান প্রতিরক্ষা মন্ত্রী উরসুলা ফন হের লেয়েনকে ঘটনাটি জানানো হয়। বিকল্প কোনো বিমানে মের্কেল ও তার সঙ্গীদের তুলে দেওয়া যায় কিনা তারও চেষ্টা চলে।

চ্যান্সেলর ও অন্য প্রতিনিধিদের পরে বনের একটি হোটেলে নিয়ে যাওয়া হয়।

মের্কেল ও শুলজকে শুক্রবার স্থানীয় সময় সকালে অন্য একটি সরকারি বিমানে করে মাদ্রিদ নিয়ে যাওয়া হবে বলে প্রতিনিধিদলের একটি সূত্র নিশ্চিত করেছে।

এ দেরির ফলে জার্মান চ্যান্সেলরের সঙ্গে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া ও ভারতের রাষ্ট্র ও সরকারপ্রধানদের বৈঠকের সূচিও বদলে দেবে।

এয়ারবাস এ৩৪০ গত মাসেও যাত্রাপথে ত্রুটি পেয়ে জরুরি অবতরণে বাধ্য হয়েছিল। সেবারও অর্থমন্ত্রী শুলজ ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের একটি বৈঠকে যেতে সরকারি এ বিমানটিতে চড়েছিলেন বলে জার্মানির স্থানীয় এক গণমাধ্যম জানিয়েছে।

 

Bootstrap Image Preview