Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অনিশ্চয়তায় ট্রাম্প-পুতিন বৈঠক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৮, ০৮:০৩ PM
আপডেট: ২৮ নভেম্বর ২০১৮, ০৮:০৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ইউক্রেনের জাহাজ আটকের ঘটনায় সৃষ্ট সংকটের কারণে আর্জেন্টিনায় আসন্ন জি টোয়েন্টি সম্মেলনের ফাঁকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক বাতিল করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে আলোচিত এই বৈঠকের বিষয়ে এমন ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

আগামী শুক্র ও শনিবার আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে অনুষ্ঠিত হবে জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন। সম্মেলনের ফাঁকে বৈঠক করার কথা রয়েছে প্রভাবশালী দুই নেতার। এতে পশ্চিমাদের সঙ্গে মস্কোর উত্তরোত্তর উত্তেজনা বৃদ্ধি, অস্ত্র চুক্তি, মধ্যপ্রাচ্য ও ইউক্রেন ইস্যু নিয়ে কথা হবে বলে ধারণা করা হচ্ছিল।

তবে গত রবিবার ইউক্রেনের তিনটি জাহাজ আটক করার পর রাশিয়া-ইউক্রেন সংকট মারাত্মক আকার ধারণ করেছে। এ নিয়ে ইউক্রেনে জারি হয়েছে মার্শাল ল। এমন অবস্থার প্রেক্ষিতে ট্রাম্প-পুতিন বৈঠক নিয়ে দেখা দিয়েছে ধোয়াশা।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা দল এ বিষয়ে প্রতিবেদন দেবে। যার ওপর ভর করেই বৈঠকের বিষয়ে সিদ্ধান্ত হবে জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, সম্ভবত আমার সঙ্গে তার (পুতিন) বৈঠক হবে না। হয়তো আমিই আর করতে চাইবো না। আমি আগ্রাসন পছন্দ করি না। আমি কোনোভাবেই আগ্রাসন চাই না।’

ট্রাম্পের এ বক্তব্যের আগেই মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিদার নয়ের্ত বলেন, তার দেশ রাশিয়ার ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা দেখতে চায়।  ওয়াশিংটন ইউরোপীয় দেশগুলোকে ইউক্রেইনের সহায়তায় আরও বেশি কিছু করারও আহ্বান জানিয়েছে।

অবৈধভাবে জলসীমায় প্রবেশের অভিযোগ তুলে রোববার রাশিয়া কৃষ্ণ সাগরে ইউক্রেনের দুইটি গানবোট এবং একটি টাগবোট জব্দ করে। এ ঘটনায় কিয়েভ মস্কোর বিরুদ্ধে ‘আগ্রাসনের; অভিযোগ তুললেও ক্রেমলিন বলছে, আগে থেকে না জানিয়ে তাদের জলসীমায় গানবোট পাঠিয়ে ইউক্রেন ইচ্ছা করেই ‘যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি’ করেছে।

রুশ নিরাপত্তা সংস্থা এফএসবি পরদিন জানায়, তাদের সীমান্ত টহল বোটগুলো ইউক্রেইন নৌবাহিনীর জাহাজ জব্দ এবং সেগুলো থামাতে অস্ত্র ব্যবহার করেছে।

ইউক্রেনের ২৪ নাগরিককে আটক এবং আহত তিন নাবিকের চিকিৎসারও খবর দেয় তারা। ক্রিমিয়ার একটি আদালত পরে আটক ১২ জনকে ৬০ দিনের কারাদণ্ডাদেশ দেয়। এফএসবি আটক কয়েকজনের বিবৃতির ভিডিও রেকর্ডিংও প্রকাশ করেছে।

এসব ভিডিওতে ইউক্রেইনের নাবিকরা জানান, তারা রুশ জলসীমায় জাহাজ পাঠিয়ে ‘উসকানি সৃষ্টিতে’ কিয়েভের পদক্ষেপ সম্পর্কে আগে থেকেই অবগত ছিলেন। জাহাজগুলোতে যে গোয়েন্দা সংস্থা এসবিইউর সদস্যরাও ছিলেন তাও স্বীকার করে নিয়েছে ইউক্রেন।

এদিকে সোমবার রাতে ইউক্রেনের পার্লামেন্ট ১০ সীমান্ত এলাকায় ৩০ দিনের জন্য সামরিক আইন জারিতে প্রেসিডেন্ট পেত্রো পোরেশেঙ্কোর আদেশে অনুমোদন দেয়। রাশিয়ার সঙ্গে একটি ‘পূর্ণ মাত্রার যুদ্ধের’ আশঙ্কাও রয়েছে জানিয়ে পোরেশেঙ্কো বলেন, ‘আমাদের সীমান্তের কাছে অবস্থিত রুশ ঘাঁটিগুলোতে তাদের ট্যাঙ্কের সংখ্যা অন্তত তিনগুণ বেড়েছে।’

ক্রিমিয়া অধিগ্রহণ ও ২০১৪ সালে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুটি এলাকায় মস্কোপন্থী বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সেনাবাহিনীর লড়াই শুরুর পর থেকেই দেশদুটির মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। চলতি বছর কের্চ প্রণালির ওপর দিয়ে বানানো ক্রিমিয়া-রাশিয়া সংযোগ সেতুটি চলাচলের জন্য খুলে দিলে পরিস্থিতির আরও অবনতি ঘটে। রবিবারের ঘটনার কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেও। ইউক্রেইনের জাহাজ জব্দকে ‘আন্তর্জাতিক আইনের লংঘন’ হিসেবেও অভিহিত করেছেন তিনি।

যুক্তরাজ্য বলছে, রাশিয়া ওই অঞ্চলের পরিস্থিতিকে অস্থিতিশীল এবং ধারাবাহিকভাবে ইউক্রেনের সার্বভৌমত্বের অধিকার খর্ব করছে। কের্চ প্রণালীর ঘটনা নিয়ে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলেছেন মার্কিন চ্যান্সেলর আঙ্গেলা মের্কেলও। কথোপকথনে পুতিন ইউক্রেনের বিরুদ্ধে রুশ সমুদ্রসীমায় শান্তিপূর্ণ চলাচলের নিয়মনীতি ইচ্ছাকৃতভাবে লংঘনের অভিযোগ করেছেন বলে জানিয়েছে ক্রেমলিন।

Bootstrap Image Preview