Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভোট দিলেই মোটরসাইকেল, স্কুটি বা স্মার্ট উপহার!

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৮, ১০:৪৭ PM
আপডেট: ২৫ নভেম্বর ২০১৮, ১০:৪৭ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


নির্বাচনে ভোটাররা ভোট দিতে যাবেন কিনা তা নিয়ে রয়েছে সন্দেহ। কিন্তু শতভাগ ভোটার উপস্থিতি নিশ্চিত করতে চায় নির্বাচন কমিশন।

ভোটারদের ভোটকেন্দ্রে টানতে তাই অভিনব কৌশল হাতে নিয়েছে নির্বাচন কমিশন। 'ভোট দিন, বাইক জিতুন। পেতে পারেন স্কুটি বা স্মার্ট ফোনও!' এমন শ্লোগানে ছাড়া হয়েছে উপহার!

তবে এই উপহার পাওয়ার জন্য কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দলের প্রার্থীকে ভোট দিতে হবে না। ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দিলেই হবে। যাকে খুশি তাকে ভোট দিলেই খুশি নির্বাচন কমিশন।

এমন অভিনব কৌশল নিয়েছে ভারতের তেলেঙ্গানা সিদ্দিটে জেলা নির্বাচন কমিশন। জেলার চারটি বিধানসভা কেন্দ্রের প্রতিটি বুথের ভোটাররাই এই সুযোগ পাবেন। ভোটদাতাদের নিয়ে একটি 'ড্র' করে বিজয়ীদের এই পুরস্কার দেয়া হবে।

জেলা প্রশাসন জানিয়েছেন, ভোটের দিন বুথের বাইরে কুপন রাখা রাখা। ভোট দিয়ে বের হবার সময় একটি করে কুপন দেয়া হবে। কুপনের একটি অংশ কেটে জমা রাখা হবে। ভোট শেষ হলে লাকি ড্র করা হবে। পুরুষ ও নারীদের জন্য থাকবে আলাদা কুপন। পুরুষদের মধ্যে একজন বিজয়ী পাবেন একটি মোটরসাইকেল। নারীদের মধ্যে একজন পাবেন একটি স্কুটি। এ ছাড়াও দুই গ্রুপেই পাঁচ জন করে পানে স্মার্ট ফোন।

Bootstrap Image Preview