Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বড়াইগ্রামে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪০

অমর ডি কস্তা, নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৮, ১২:৪৬ PM
আপডেট: ২৫ নভেম্বর ২০১৮, ১২:৪৯ PM

bdmorning Image Preview


নাটোরের বড়াইগ্রামে সিমেন্টের লং লড়ির সাথে যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ২ জন নিহত কমপক্ষে ৩৫ জন আহত হয়েছে।

রবিবার সকাল পৌনে ৯টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া পৌরসভার সীমানা সংলগ্ন গুনাইহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতের একজন হচ্ছে লড়ির চালক ইউনুস আলী(৪৫)। তার বাড়ি মুন্সিগঞ্জে। নিহত অপরজন হচ্ছে বাসের পুরুষ যাত্রী (৬০)। তাৎক্ষনিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি। আহতদের বনপাড়াস্থ ৪টি প্রাইেেভট হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে বনপাড়া হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের সদস্যরা উদ্ধার কার্যক্রম চালিয়ে আহতের হাসপাতালে প্রেরণ করে। আহতদের মধ্যে ২৪ জনই বনপাড়ার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী বলে নিশ্চিত করেন শেখ ফজিলাতুন্নেছা মহিলা অনার্স কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা।

অপরদিকে সকাল ১১টার দিকে পাবনা-নাটোর মহাসড়কের বড়াইগ্রামের আহম্মদপুরে ঢাকা থেকে রাজশাহীগামী একতা পরিবহনের একটি যাত্রীবাহি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই ট্রাকের সংঘর্ষ ঘটলে কমপক্ষে ৫ জন আহত হয় । এ সময় শীতকালীন বহরে যাওয়া সেনাবাহিনীর টীম আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম হোসেন পিপিএম জানান, গুনাইহাটি এলাকায় মুন্সিগঞ্জ থেকে পাবনার ঈশ্বরদীগামী ক্রাউন সিমেন্টের একটি লং লড়ির সাথে পাবনা থেকে রাজশাহীগামী আলিফলাম নামে যাত্রীবাহি বাস (টাঙ্গাইল ব-০১-১৩৭০)এর মুখোমুখি সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে। আহম্মপুর এলাকায় অপর দুর্ঘটনাটি ঘটলে কেউ গুরুতর আহত হয়নি।

দুর্ঘটনার খবর পেয়ে নাটোরের ডিসি গোলামুর রহমান, ইউএনও আনোয়ার পারভেজ, থানার ওসি দিলিপ কুমার দাসসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা সকাল ১০টার দিকে বনপাড়ার বিভিন্ন হাসপাতালে আহতদের দেখতে যান।   

Bootstrap Image Preview