Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্যারিসে বিক্ষোভকারীদের ওপর টিয়ার গ্যাস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৮, ০৫:১৪ PM
আপডেট: ২৪ নভেম্বর ২০১৮, ০৫:১৫ PM

bdmorning Image Preview


তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সের রাজধানী প্যারিসে বিক্ষোভকারীদের সমাবেশে পুলিশ টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করেছে। গত সপ্তাহের পর শনিবার এটি ছিল দ্বিতীয় বিক্ষোভ।

গত বছর পরিবেশবান্ধব যান ব্যবহারে উৎসাহিত করতে প্রেসিডেন্ট ম্যাক্রন জ্বালানি তেলের দামের ওপর করারোপের ঘোষণা দিয়েছিলেন। ওই করারোপের পাশাপাশি সরকার সবুজবান্ধব বা ইলেকট্রিক গাড়ি কেনায় প্রণোদনার প্রস্তাব দিয়েছিল। তবে ম্যাক্রনের এই সিদ্ধান্ত মানতে অনেকেই নারাজ।

এক সপ্তাহেরও বেশি সময় ধরে বিক্ষোভকারীরা সরকারের তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদ হিসেবে সব গাড়িচালককে অবশ্যই তাদের গাড়িতে হলুদ জ্যাকেট রাখার অনুরোধ জানিয়েছে। গত সপ্তাহে বিক্ষোভকারীরা দেশের বিভিন্ন স্থানে মহাসড়কগুলোতে ব্যারিকেড পুড়িয়ে বন্ধ করে দেয় এবং তেলের পাম্প, শপিং সেন্টার ও কিছু কারখানায় ট্রাকের প্রবেশ বন্ধ করে দিয়েছিল।

বিবিসি জানিয়েছে, প্যারিসের কেন্দ্রস্থলে চ্যাম্পস এলিসিতে কয়েক হাজার বিক্ষোভকারী অবস্থান নিলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের ঘিরে রেখেছিল। এসময় বিক্ষোভকারীদের কেউ জাতীয় সঙ্গীত গাইছিল, কারো হাতে ‘ম্যাক্রন পদত্যাগ কর’, ‘ম্যাক্রন চোর’লেখাসহ বিভিন্ন প্ল্যাকার্ড ছিল। তারা ব্যারিকেড ভাঙ্গার চেষ্টা করে প্রেসিডেন্টের সরকারি বাসভবনের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে ও জলকামান ব্যবহার করে।

অল্টারনেটিভ পুলিশের সাধারণ সম্পাদক ডেনিস জ্যাকব বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, কেবল প্যারিসেই ৩০ হাজার বিক্ষোভকারী জমায়েত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিক্ষোভকারীদের চরম ডান ও চরম বামপন্থী দলগুলো উস্কে দিতে পারে বলে আশঙ্কা রয়েছে। রাজধানী প্যারিসেই পরিস্থিতি মোকাবেলায় তিন হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে।

Bootstrap Image Preview