Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ওয়াশিং মেশিনে মিললো ৩ কোটি ২০ লাখ টাকা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৮, ০৯:৩৬ AM
আপডেট: ২৪ নভেম্বর ২০১৮, ০৯:৩৬ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


নেদারল্যান্ডে অর্থ চোরাচালানের দায়ে অভিযুক্ত এক ব্যক্তির বাসার ওয়াশিং মেশিনে পাওয়া গেছে সাড়ে ৩ লাখ ইউরো (৪ লাখ ডলার)

রাজধানী আর্মস্টারডামের পশ্চিম অঞ্চলে অবৈধ অভিবাসীদের খোঁজে পুলিশের এক অভিযানে পাওয়া যায় এ অর্থ। স্থানীয় পুলিশের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, মিউনিসিপাল কর্তৃপক্ষ জানতে পারে, ওই বাড়িটিতে কেউ থাকেন না। যখন পুলিশ বাড়িটিতে তল্লাশি চালায় তখন ওয়াশিং মেশিনে লুকানো অবস্থায় তিন লাখ ৫০ হাজার ইউরো (৪ লাখ ডলার) পায়।

নোটের বান্ডিলগুলো ছিল ২০ ইউরো ও ৫০ ইউরোর। এছাড়াও তল্লাশিতে বেশ কয়েকটি মোবাইল ফোন, একটি আগ্নেয়াস্ত্র ও টাকা গণনার একটি মেশিনও জব্দ করে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে আটক করা হয় ২৪ বছর বয়সী এক ব্যক্তিকেও। তবে তার নাম প্রকাশ করেনি পুলিশ। 

বেনামে বাড়ি কেনা, অর্থ চোরাচালান ও স্বাক্ষর জালিয়াতি প্রতিরোধে নিয়মিত তল্লাশির অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছিলো বলে সংবাদমাধ্যমকে জানায় পুলিশ। 

Bootstrap Image Preview