Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

দিবালা ও ইকার্দির অভিষেক গোলে ম্যাচ জিতল আর্জেন্টিনা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৮, ০৯:২৫ AM
আপডেট: ২১ নভেম্বর ২০১৮, ০৯:৫৪ AM

bdmorning Image Preview


বুধবার সকালে নিজেদের ঘরের মাঠে মেক্সিকোর বিপক্ষে টানা দ্বিতীয় জয় তুলে নিলো আলবিসেলেস্তেরা। আর্জেন্টিনার দুই তারকা খেলোয়াড় মাউরো ইকার্দি ও পাওলো দিবালার গোলে ২-০ ব্যবধানে জিতল আর্জেন্টিনা। দুজনেরই এটি আর্জেটিনা দলের হয়ে অভিষেক গোল।

আজ ইকার্দি অভিষেকের ৮ ম্যাচে এসে আন্তর্জাতিক গোলের স্বাদ্ধ পেলেও দিবালার ক্ষেত্রে অপেক্ষার পাল্লাটা একটু বেশি। ২৫ বছর বয়সী দিবালা আর্জেন্টিনার জার্সি গায়ে নিজের ১৮তম ম্যাচে এসে প্রথম গোলের দেখা পেলেন। 

এদিন ম্যাচ শুরুর দ্বিতীয় মিনিটের মাথায় গোলের দেখা পায় আর্জেন্টিনা। এরিক লামেলার কাছ থেকে পাস পেয়ে ডি-বক্সের মধ্যে কয়েকজনকে কাটিয়ে বাম প্রান্ত দিয়ে গোল করেন ইকার্দি। 

শুরুতে পিছিয়ে পড়লেও দমে য়ায়নি আর্জেন্টিনার। হেনরি মার্টিনের আত্মবিশ্বাসী ওভারহেড কিক লক্ষ্যভ্রষ্ট হলে গোলবঞ্চিত হয় তারা। এভাবে আক্রমণ-পাল্টা আক্রমণে কেটে যায় প্রথমার্ধ। ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতীতে যায় আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধে ম্যাচের ম্যাচের ৬৯তম মিনিটে হেসুস গ্যালার্ডোর হেড জালে প্রবেশের ঠিক আগমুহূর্তে ফিরিয়ে দেন আর্জেন্টিনার অভিষিক্ত গোলরক্ষক পাওলো গ্যাজানিগা। 

ম্যাচের ৮৫ মিনিটে জিওভান্নি সিমিওনে বল পেয়ে দ্রুতগতির ড্রিবলিংয়ে চলে যান মেক্সিকোর রক্ষণে। বামপ্রান্ত থেকে বল বাড়ান ডি-বক্সে থাকা দিবালার উদ্দেশ্যে। এসময় আন্তর্জাকিত ম্যাচে নিজের অভিষেক গোলের স্বাদ্ধ নিতে আর কোনো ভুল করেননি দিবালা। শেষ পর্যন্ত ২-০ ব্যবধান নিয়েই স্বাগতিক আর্জেন্টিনা।

Bootstrap Image Preview