Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বান্দরবানে পর্যটকবাহী বাস উল্টে নিহত ১, আহত ২০

সোহেল কান্তি নাথ, বান্দরবান প্রতিনিধি 
প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৮, ০১:২৫ PM
আপডেট: ২০ নভেম্বর ২০১৮, ০১:২৫ PM

bdmorning Image Preview


বান্দরবানে পর্যটকবাহী বাস উল্টে একজন নিহত হয়েছে। এ ঘটনায় ২০ জন আহত হয়েছে। তবে আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক।

আজ মঙ্গলবার দুপুরে শহরের বাসষ্টেশন সংলগ্ন কসাই পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি বাসের হেলপার রাজু (৪০) বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কক্সবাজার থেকে পর্যটনবাহী একটি বাস বান্দরবানে আসার পথে বান্দরবানের বাসষ্টেশন সংলগ্ন কসাই পাড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। এসময় ঘটনাস্থলে ১ জন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর কর্মীরা এসে নিহত ও আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নেয়া হয়েছে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৫ নভেম্বর খুলনা থেকে আট দিনের সফরে কক্সবাজার হয়ে বান্দরবানে আসার পথে এ দুর্ঘটনা ঘটে।       

Bootstrap Image Preview