Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সমতায় টেস্ট সিরিজ শেষ করল বাংলাদেশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০১৮, ০২:০৮ PM
আপডেট: ১৫ নভেম্বর ২০১৮, ০২:২২ PM

bdmorning Image Preview


জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুর টেস্টে ২১৮ রানের জয় পেলো বাংলাদেশ দল।৯ উইকেটে ২২৪ রানে শেষ হয় জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংস। ইনজুরির কারনে দুই ইনিংসেই জিম্বাবুয়ের হয়ে ব্যাট করেত নামেননি টেন্ডাই চাতারা। মিরপুর টেস্টের প্রথম ইনিংসে তাইজুলের ৫ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট তুলে নিয়েছেন মেহেদি হাসান মিরাজ। মিরপুর টেস্ট জেতায় ২ ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ হলো। এর আগে সিলেট টেস্টে জিম্বাবুয়ে জয়ে পেয়েছিল।

মিরপুর টেস্টে শুরু থেকে দাপট দেখিয়েছে বাংলাদেশ দল। টসে জীতে প্রথম ইনিংসে ব্যাটিংয় নিয়েছিল বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে ২১৯ রানের অপরাজীত ইনিংস খেলেছিলেন মুশফিকুর রহিম। যা উইকেটরক্ষম ব্যাটসম্যানস হিসেবে ছিল মুশফিকের দ্বিতীয় জোড়া শতক। এটি এখন একটি রেকর্ড। মুশফিক ছাড়া বাংলাদেশের হয়ে প্রথম ইনিংস মোমিনুল ১৬১ রানের ইনিংস খেলেছিলেন। এছাড়া মাহমুদুল্লাহ ৩৬ ও মিরাজ খেলেছিলেন ৬৮ রানের ইনিংস। যা প্রথম ইনিংসে বাংলাদেশকে  ৭ উইকেটের বিনিময়ে ৫২২ রান চূড়ায় পৌঁছে দেয়।

প্রথম ইনিসে জিম্বাবুয়ের হয়ে ১১০ রানের ইনিংস খেলেন টেইলর। এছাড়া চারি ৫৩, পিটার মুর ৮৩ রানের ইনিংস খেলেন। মাসাকাদজা ব্যাট থেকে আসে ১৪ রান। ৯ উইকেট হারিয়ে ৩০৪ রানে শেষ হয় জিম্বাবুয়ের প্রথম ইনিংস বাংলাদেশের হয়ে প্রথম ইনিংসে তাইজুলের ৫ উইকেট ছাড়া মিরাজ ৩টি ও আরিফুল নেন ১টি উইকেট।

২১৮ রান লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে মাঠে নামে বাংলাদেশ।কিন্তু মাত্র ২৫ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। তবে মাহমুদুল্লাহর অপরাজীত ১০১ রান ও মিঠুনের ৬৭ রানে লিড বড় করে বাংলাদেশ।এছাড়া মিরাজ অপরাজীত ২৭ রান করেন। ৬ উইকেট হারিয়ে ২২৪ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। এতে ম্যাচ জীততে জিম্বাবুয়ের লক্ষ্য দাড়ায় ৪৪৩ রান। 

বড় লক্ষ্য তারা করতে নেমে ২ উইকেট হারিয়ে ৭৬ রান তুলে চতুর্থ দিন শেষ করেছিল জিম্বাবুয়ে। আজ পঞ্চম দিনে একমাত্র টেইলর ছাড়া আর কেউ তাদের হয়ে প্রতিরোধ গড়তে পারেনি। তিনি ১০৬ রানের অপরাজীত ইনিংস খেলেন। এরপর সর্বোচ্চ ৪৩ রানের ইনিংস খেলেন চারি।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে মিরাজের ৫ উইকেট ছাড়া তাইজুল ২টি ও মুস্তাফিজ নেন ১টি উইকেট। তাইজুলের সামনে আজ মিরাজের দুই ম্যাচের সিরিজে সর্বোচ্চ ১৯ উইকেট নেওয়ার রেকর্ডটি ছিল। কিন্তু তিনি চার ইনিংস মিলিয়ে ১৮ উইকেট নিয়ে শেষ করলেন। ম্যাচ সেরা হয়েছেন মুশফিকুর রহিম। তবে দুই টেস্টে ১৮ উইকেট নেওয়ায় সিরিজ সেরা হয়েছেন তাইজুল।

 

Bootstrap Image Preview