Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইলিশের উৎপাদন বাড়াতে সরকারের বিশেষ উদ্যোগ

জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০১৮, ১২:২১ PM
আপডেট: ১৫ নভেম্বর ২০১৮, ১২:২১ PM

bdmorning Image Preview


ইলিশের প্রজনন সক্ষমতা বাড়ানোসহ নির্বিঘ্ন প্রজনন এবং জাটকা ইলিশ সংরক্ষণের মাধ্যমে ইলিশের উৎপাদন বাড়ানোর জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার।

এরই ধারাবাহিকতায় ইলিশের প্রজনন মৌসুমের ২২দিন ইলিশ ধরা বন্ধসহ জাটকা বা ছোট ইলিশ শিকারে নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। ২২দিন ইলিশ শিকারের অবরোধকালীন সময়ে জেলেদের থাকেনা কোন কাজ। তবে এসময়ে বেকার জেলেদের পরিবারের ভরণ পোষণের চিন্তা মাথায় রেখেই সরকার দিচ্ছে প্রণোদনা। মাথাপিছু জেলে প্রতি দেওয়া হচ্ছে ৩০ কেজি করে চাল। 

ইলিশসহ সামুদ্রিক এবং বিভিন্ন নদ-নদীর মাছের উৎপাদন বাড়াতে এসময়কালীন সময়ে মৎস্য বিভাগ, বাংলাদেশ নৌবাহিনী, কোস্ট গার্ড ও নৌ-পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে সাগর এবং বিভিন্ন নদীতে।

এরই পরিপ্রেক্ষিতে বঙ্গোপসাগরের রাবনাবাদ চ্যানেলে অভিযান নৌ-পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে দুই হাজার মিটার কারেন্ট জাল ও ১৫ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ সাখাওয়াত হোসেন ও এএসআই কামরুল হাসানের নেতৃত্বে বুধবার (১৪ নভেম্বর) দিনভর অভিযান চালিয়ে এসব জাল ও মাছ জব্দ করে। এ সময় নৌ-পুলিশের উপস্থিতি টের পেয়ে জাল ও ঝাটকা ইলিশ ফেলে পালিয়ে যায় জেলেরা। 

পরে জব্দকৃত জাল কলাপাড়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) অনুপ রায়ে র উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয় এবং ঝাটকা ইলিশগুলো এতিমখানা ও স্থানীয় দরিদ্রদের মাঝে বিতরণ করে দেওয়া হয়। 

কুয়াকাটা নৌ-পুলিশ ফাড়িঁর ইনচার্জ এসআই সাখাওয়াত হোসেন জানান, নিয়মিত অভিযানের অংশ হিসাবে রবিবার (১১ নভেম্বর) দিনভর টহলদানকালে পায়রা বন্দর এলাকার রাবনাবাদ চ্যানেল থেকে জাল ও ঝাটকা ইলিশ জব্দ করা হয়েছে। 
 

Bootstrap Image Preview