Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চলমান রাজনীতি নিয়ে আ'লীগের সংবাদ সম্মেলন দুপুরে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০১৮, ১০:২৭ AM
আপডেট: ১৫ নভেম্বর ২০১৮, ১০:২৭ AM

bdmorning Image Preview


গতকাল বিএনপির দলিয় কার্যলয় নয়াপল্টনে সংঘর্ষ ও চলমান রাজনীতি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার (১৫ নভেম্বর) বেলা ১১টায় সচিবালয়ে সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে বুধবার নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের বিষয়টি উঠে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পাশাপাশি আওয়ামী লীগের নির্বাচনী প্রস্তুতি, জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচন পেছানোর দাবির বিষয়গুলোও উঠে আসতে পারে।

গতকাল বুধবার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে মনোনয়ন প্রত্যাশীদের সভা শেষে দলের ধানমণ্ডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন বানচাল আর শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রের অংশ হিসেবে নয়াপল্টনে পুলিশের ওপর হামলা চালিয়েছে বিএনপির কর্মীরা।’

ওবায়দুল কাদের আরো বলেন, ‘এই ঘটনায় নির্বাচন কমিশন কী ভূমিকা রাখে তা দেখার অপেক্ষায় থাকবে আওয়ামী লীগ।’

Bootstrap Image Preview