Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কে এই তরুণ ?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০১৮, ০৯:৪৫ AM
আপডেট: ১৫ নভেম্বর ২০১৮, ০৯:৪৫ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


গতকাল দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংঘর্ষ চলাকালে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার সময় তোলা এক তরুণের ছবি ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

তার পরিচয় শনাক্ত করতে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। তবে এখনো ওই তরুণের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।এদিকে ওই তরুণ গুলশান থানা ছাত্রলীগের প্রচার সম্পাদক অপু বলে কোনো কোনো অনলাইন নিউজ পোর্টালে গতকাল খবর প্রকাশ হয়েছে।

তবে ছাত্রলীগের পক্ষ থেকে দাবি করা হয়েছে, পুলিশের গাড়িতে আগুন দেওয়া তরুণ ছাত্রলীগের কেউ নয়।ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তরের সভাপতি ইব্রাহিম হোসাইন বলেন, গুলশান থানা ছাত্রলীগে অপু নামের কোনো নেতা নেই। কমিটিতে প্রচার সম্পাদকের দায়িত্বে রয়েছেন মাহাবুবুর রহমান মিথুন। বিএনপি আগুন সন্ত্রাসের দোষ ছাত্রলীগের ঘাড়ে চাপাতেই এমন মিথ্যাচারের আশ্রয় নিয়েছে।

এদিকে গুলশান থানা ছাত্রলীগের প্রচার সম্পাদক মাহাবুবুর রহমান মিথুন গতকাল ফেসবুক লাইভে এসে বলেন, এটা পুরোপুরি মিথ্যাচার। কেবল ছাত্রলীগকে হেয় করতেই এমন ঘৃণ্য ষড়যন্ত্রের আশ্রয় নেওয়া হয়েছে।

ঢাকা মহাগর গোয়েন্দা পুলিশের ডিসি (পূর্ব) খন্দকার নুরুন্নবী বলেন, অগ্নিসংযোগকারী তরুণ যে ছাত্রলীগ নেতা নয়, তা আমরা নিশ্চিত। তার পরিচয় শনাক্ত করতে জোর চেষ্টা চলছে।

Bootstrap Image Preview