Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কাশ্মীরকে চায় না পাকিস্তান, ভারতকেও দেয়া যাবে না: আফ্রিদি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৮, ০৯:০২ PM
আপডেট: ১৪ নভেম্বর ২০১৮, ০৯:০২ PM

bdmorning Image Preview
সংগৃহীত


‘আমি বলছি, কাশ্মীরকে চায় না পাকিস্তান। তবে এটা ভারতকেও দেয়া যাবে না। কাশ্মীরকে স্বাধীন হতে দিন। এতে অন্তত মানবতা বাঁচবে। মানুষকে মরতে দেয়া যাবে না...পাকিস্তান কাশ্মীরকে চায় না...এমনকি চারটি প্রদেশকেও পরিচালনা করতে পারে না পাকিস্তান।’

লন্ডনে ব্রিটিশ পার্লামেন্টে পাক শিক্ষার্থীদের উদ্দেশে নিজের দেশকে নিয়ে করা ৩৮ বছর বয়সী সাবেক পাক ক্রিকেটার শহীদ আফ্রিদির এ ধরনের মন্তব্যে বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়।

এ ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। কাশ্মীরে সাম্প্রতিক সময়ের জটিলতা নিয়ে তিনি জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন। সেখানে তিনি কাশ্মীর ও পাকিস্তান নিয়ে মন্তব্য করেন। এমন এক সময় বিতর্কিত মন্তব্য করে বসলেন যখন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় এসেছেন সাবেক ক্রিকেট কিংবদন্তি ইমরান খান।

আফ্রিদি বলেন, ‘সবচেয়ে বড় বিষয় হচ্ছে মানবতা। সেখানে মানুষ মারা যাচ্ছে, এটা কষ্টকর। যে কোনো মৃত্যুই কষ্টের, তা যে সম্প্রদায়েরই হোক না কেন।’

এর আগে ২০১৬ সালে আফ্রিদি বলেছিলেন, ‘কাশ্মীরের অনেক ভক্ত পাকিস্তানের ক্রিকেটকে সমর্থন করেন।’

Bootstrap Image Preview