Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

লন্ডনে স্টেশনে না ঢুকে ভবনে বাস, আহত ৪ বাংলাদেশি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০১৮, ০৭:২৪ PM
আপডেট: ১৩ নভেম্বর ২০১৮, ০৭:২৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত


লন্ডনে ক্রয়োডন এলাকায় সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার বেলা সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় গুরুতর আহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও বড়লেখা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ফয়সল রহমান (৪৬), তার স্ত্রী ও দুই শিশুসন্তান।

এ ব্যাপারে ফয়সল রহমান বলেন, টিএফএলর বাসটি ওয়েস্ট ক্রয়োডন বাসস্টেশনে ঢুকবার সময় চারটি পার্কিং করা গাড়িকে আঘাত করে ভবনে ঢুকে পড়ে। এ সময় বাসে থাকা আমি, আমার স্ত্রী রিপা রহমান ও দুই শিশুসন্তান আহত হন। আহতদের মধ্যে একজন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। আহতদের টুটিং সেন্ট জর্জ হাসপাতালে রাখা হয়েছে।

ফয়সল রহমান জানান, বাস ড্রাইভার মাতাল থাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে সবার ধারণা।

এ ঘটনায় লন্ডন ট্রান্সপোর্ট অথরিটির একজন মুখপাত্র জানান, পুরো ঘটনার ব্যাপারে তদন্ত শুরু হয়ে।

Bootstrap Image Preview