Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

নির্বাচন: এবার জমিয়তে উলামায়ে ইসলামের মনোনয়নপত্র বিক্রি শুরু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০১৮, ০৭:০৯ PM
আপডেট: ১৩ নভেম্বর ২০১৮, ০৭:০৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপির পর এবার দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে ইসলামী রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় পুরানা পল্টনস্থ দলীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়। মনোনয়নপত্র বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন দলের মহাসচিব শায়খুল হাদীস আল্লামা নূর হোসাইন কাসেমী।

জমিয়তে উলামায়ে ইসলাম বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম শরিক দল। দলটির জাতীয় ঐক্যফ্রন্টের প্রতি সমর্থন রয়েছে।

জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন বলেন, মঙ্গলবার থেকে শুরু করে আগামী বৃহস্পতিবার পর্যন্ত মনোনয়নপত্র বিক্রয় চলবে। আসন্ন সংসদ নির্বাচনে মনোনয়নপ্রত্যাশীরা এই তিন দিনের মধ্যে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টার মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর পল্টনস্থ দলীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন, হবিগঞ্জ-২ (আজমিরীগঞ্জ-বানিয়াচং) আসনের জন্য জমিয়তে সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফীর পক্ষে মাওলানা ইখলাসুর রহমান। সিলেট- ৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের জন্য জমিয়ত সহসভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুকের পক্ষে দলের প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন। সুনামগঞ্জ- ৩ (জগন্নাথপুর-দক্ষিণ সুরমা) আসনের জন্য মাওলানা অ্যাডভোকেট শাহীনুর পাশা চৌধুরী। বি-বাড়ীয়া- ২ (আশুগঞ্জ-সরাইল) আসনের জন্য মাওলানা জুনায়েদ আল-হাবীবের পক্ষে মাওলানা আনোয়ার হোসাইন।

নীলফামারী- ১ (ডিমলা-ডোমার) আসনের জন্য মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। নারায়ণগঞ্জ- ৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের জন্য মুফতি মুনির হোসাইন কাসেমী। সিলেট- ৪ (গোয়াইনঘাট, জৈন্তাপুর-কোম্পানীগঞ্জ) আসনের জন্য মাওলানা আতাউর রহমান কোম্পানীগঞ্জী। কিশোরগঞ্জ-৬ (কুলিয়ারচর-ভৈরব) আসনের জন্য আলহাজ আতিকুজ্জামান।

চট্টগ্রাম- ৫ (হাটহাজারী-চট্টগ্রাম আংশিক) আসনের জন্য মাওলানা নাসির উদ্দীন মুনির। ঢাকা-৫ (বাড্ডা, রামপুরা, ভাটারা) আসনের জন্য মুফতি মাহবুবুল আলম। গাজীপুর-২ আসনের জন্য মুফতি নাসির উদ্দীন খান। নরসিংদী-৩ (শিবপুর) আসনের জন্য মাওলানা আব্দুর রহিম। নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের জন্য প্রিন্সিপাল মাওলানা আব্দুল ওয়াহহাব হামিদী। নরসিংদি-২ (পলাশ) আসনের জন্য মাওলানা হেদায়াতেল ইসলাম। নেত্রকোনা-৪ সংসদীয় আসনের জন্য মাওলানা রূহুল আমীন নাগরী। এবং জয়পুরহাট-১ আসনের জন্য মাওলানা বোরহান উদ্দীন।

প্রসঙ্গত, গত শুক্রবার থেকে টানা চার দিন মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। সোমবার এই কার্যক্রম শেষ হওয়ায় সংশ্লিষ্ট নেতাদের কাছ থেকে পাওয়া তথ্যে দেখা যায়, চার দিনে ৪ হাজার ২৩টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। শেষ দিন ফরম বিক্রি হয়েছে ৩৩২টি।

এদিকে গতকাল সোমবার সকাল থেকে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় মনোনয়নপত্র বিক্রির কার্যক্রম শুরু হয়। রাত ৮টা পর্যন্ত প্রথম দিনে আট বিভাগে মোট ১৩২৬টি মনোনয়ন ফরম বিক্রি করে দলটি। ফরম বিক্রিও প্রতি দিন বাড়ছে।

Bootstrap Image Preview