Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও খেলবেন না সাকিব ও তামিম!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০১৮, ০৭:০৬ PM
আপডেট: ১৩ নভেম্বর ২০১৮, ০৭:০৬ PM

bdmorning Image Preview


'আমি ওয়েস্ট ইন্ডিজ সিরিজের শুরু থেকেই থাকছি' ভক্তদের এমন কথা গতকাল জানিয়েছিলেন টাইগার দলের ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল।কিন্তু সেই কথার ২৪ ঘন্টা না যেতেই আবারো দুঃসংবাদ দিলেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান। আজ নেটে ব্যাটিং করার সময় পাঁজরে ব্যথা পেয়েছেন । যদিও এই ব্যথা খুব হালকাও নয়। ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে আছেন তামিম। ৪৮ ঘণ্টা শেষেও যদি ব্যথা না সারে, তামিমের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ খেলা অনেকটাই অনিশ্চিত হয়ে যাবে!

তামিমের ইনজুরি প্রসঙ্গে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী দেশের শীর্ষ এক অনলাইন পত্রিকাকে জানিয়েছেন, ‘ব্যাটিং অনুশীলন করতে গিয়ে তামিমের টান লেগেছে। পাঁজরে ব্যথা আছে। সরাসরি বলের আঘাত নয়। আল্ট্রাসনো করে আমরা ওকে ৪৮ ঘণ্টার বিশ্রাম দিয়েছে। ৪৮ ঘণ্টা পর দেখতে হবে, ব্যথা কতটা থাকে কিংবা আদৌ থাকে কি না। না থাকলে এক্স-রে করাতে হবে।’
এদিকে পুনর্বাসনপ্রক্রিয়া শেষে আজ অনুশীলন শুরু করেছেন বাঁহাতি অলরাউন্ডার। ২২ নভেম্বর থেকে শুরু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট থেকে সাকিব ফিরতে পারবেন কি না, সেটিও নিশ্চিত হতে পারছেন না প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন, ‘আমরা ফিজিওর রিপোর্টের অপেক্ষায় আছি। সাকিব ও তামিমের রিপোর্ট দেখে সিদ্ধান্ত নেব, তারা এই সিরিজে থাকবে পারবে, কি পারবে না।’
উল্লেখ্য, পরশু ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য টাইগারদের দল ঘোষণা করা হবে।আগামীকাল (বুধবার) বিকাল  চার টায় ঢাকায় পৌঁছাবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। তবে এই দিন তাদের দলের সব খেলোয়াড় আসছেন না। মাত্র দশ জন আসবেন । ঢাকায় তিন ঘন্টা থাকার পর চট্টগ্রামের উদ্দেশ্যে উড়াল দেবে এই দশ জনের দল। পরের দিন অর্থ্যৎ বৃহস্পতিবার দলের বাকি সতের জন সদস্য সরাসরি চট্টগ্রামে যাবেন।
 

Bootstrap Image Preview