Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দুই ব্যাগে পৌনে ৪ কোটি টাকার মোবাইল ফোন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০১৮, ০৬:৫০ PM
আপডেট: ১৩ নভেম্বর ২০১৮, ০৮:০৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত


শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে মালিকবিহীন দুইটি ব্যাগ থেকে ৯০০টি মোবাইল জব্দ করা হয়েছে। জব্দকৃত মোবাইলের আনুমানিক বাজার মূল্য প্রায় পৌনে ৪ কোটি  টাকা।

আজ মঙ্গলবার ১১টার দিকে শুল্ক গোয়েন্দা এয়ারফ্রেইট ইউনিট এ মোবাইল জব্দ করে। এসব তথ্য জানিয়েছেন শুল্ক গোয়েন্দা মহাপরিচালক (ডিজি) ড. শহীদুল ইসলাম। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের লস্ট অ্যান্ড ফাউন্ড থেকে ওই মোবাইলগুলো জব্দ করে শুল্ক গোয়েন্দা এয়ারফ্রেইট ইউনিট। যার আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ৭০ লাখ।

ড. শহীদুল ইসলাম বলেন, আমাদের কাছে গোপন তথ্য ছিল ব্যাংকক থেকে টিজি ৩৩৯ ফ্লাইটে অনুমোদিত মোবাইলফোন আসবে। তবে কোন যাত্রীর নিকট পাওয়া যাবে তার সঠিক তথ্য না পাওয়ার কারণে শুল্ক গোয়েন্দা এয়ারফ্রেইট ইউনিট লস্ট অ্যান্ড ফাউন্ডে তল্লাশি করে দুটি ব্যাগ শনাক্ত করে, যার একটির ট্যাগ নম্বর ০২১৭টিজি ১৭৯৪২৭, অন্যটি ট্যাগবিহীন’। যাতে মোবাইলফোনগুলো ছিল। এগুলো পাচারের উদ্দেশ্যেই বিমানবন্দরের লস্ট অ্যান্ড ফাউন্ডে রাখা হয়, যেন অন্য কেউ এসে তা সহজে নিয়ে যেতে পারেন।

তিনি জানান, বিমানবন্দরে উপস্থিত শুল্ক গোয়েন্দা এয়ারপোর্ট ইউনিটের সহায়তায় এবং অন্যান্য সংস্থার উপস্থিতিতে ব্যাগ দুইটি ইনভেন্ট্রি করে Cloudfone lite ব্র্যান্ডের ৯০০ পিস মোবাইল পাওয়া যায়।

Bootstrap Image Preview