Bootstrap Image Preview
ঢাকা, ০৯ বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২০২৩ | ২৭ মাঘ ১৪২৯ | ঢাকা, ২৫ °সে

সাকিব দলে না থাকায় তৃপ্তি পাচ্ছেন তাইজুল !

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০১৮, ০৬:৩৫ PM
আপডেট: ১৩ নভেম্বর ২০১৮, ০৬:৩৫ PM

bdmorning Image Preview


দুই ম্যাচের টেস্ট সিরিজে টাইগারদের হয়ে সব থেকে বেশি  উইকেট শিকার করেছেন মেহেদী হাসান মিরাজ। তাঁর উইকেট সংখ্যা ১৯টি। এরপর আছেন আরেক বাঁ-হাতি স্পিনার এনামুল হক জুনিয়র । তাঁর উইকেট সংখ্যা ১৮টি। কিন্তু চলতি জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে তাইজুল ইসলামের আগুন ঝরা বোলিংয়ের কাছে ঝুঁকির মুখে রয়েছে এই সব রেকর্ড।
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে সিলেটের মাটিতে ১১ উইকেট নিয়েছিলেন তাইজুল। এরপর দ্বিতীয় টেস্টে মিরপুরে প্রথম ইনিংসে নিয়েছেন ৫ উইকেট । সব মিলিয়ে তাইজুলের উইকেট সংখ্যা এখন ১৬টি যা মিরাজের থেকে একটু দূরে।

জিম্বাবুয়ের বিপক্ষে যদি দ্বিতীয় ইনিংসে আর ৪ উইকেট নিতে পারেন তাহলে দেশের মধ্যে তিনিই হবে দুই ম্যাচের টেস্ট সিরিজে সব থেকে বেশি উইকেট শিকারি বোলার।

শুধু কি তাই,টানা তিন ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন তাইজুল । এ বছর ৫ টেস্টে ৩১ উইকেট নেওয়া তাইজুলের এটি ৬ষ্ঠবারের মত ৫ উইকেট শিকার। 

কিন্তু মজার ব্যাপার হলো যিনি এতো রেকর্ডের সামনে দাঁড়িয়ে তিনি নিজেই কিছু জানেন না। তবে ভালো বোলিং শেষে
বেশ হাসি খুশি বাঁ-হাতি এই স্পিনার। নিজের পারফম্যান্স নিয়ে কতটুকু সন্তুষ্ঠ  ম্যাচ শেষে  জানালেন সেই কথা, না ভালো পারফম্যান্স করলে প্রত্যেকটা খেলোয়াড়ের কাছেই ভালো লাগে । এটা নিয়ে নো ডাউট তার পরেও টিমটা আগে'।

দলে  সাকিব আল হাসান না থাকায় সুযোগটা কাজে লাগাচ্ছেন তাইজুল। কোন প্রকার ছাড় দিচ্ছেন না। বুঝতে দিচ্ছেন না সাকিবের অভাব। হয়তো সাকিব থাকলে তাইজুলের উইকেট সংখ্যা এমন নাও হতে পারতো। সাকিব না থাকায় বোলিং করতে বাড়তি তৃপ্তি পাচ্ছেন  কি না সেটাও জানিয়ে দিলেন এই বাঁ-হাতি স্পিনার, বাড়তি তৃপ্তি বলতে তো এখানে হয়তো বোলিং করার সুযোগটা বেশি পাচ্ছি। হয়তো বাঁ সাকিব ভাই থাকলে আমার উপরে  এতো দায়িত্ব পড়তো না। তার পরেও আমি এটা ইনজয় করছি'।

Bootstrap Image Preview