Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নির্বাচনে অংশ নেওয়ার কোন ইচ্ছে নেই অর্থমন্ত্রীর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০১৮, ০৫:২১ PM
আপডেট: ১৩ নভেম্বর ২০১৮, ০৫:২১ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


আসছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন নিয়ে চারদিকে চলছে হৈচৈ। মনোনয়নপত্র নিয়ে ব্যস্ত রাজনৈতিক দলগুলো। এরই মধ্যে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার কোন ইচ্ছা নেই বলে জানালেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

মঙ্গলবার (১৩ নভেম্বর) সচিবালয়ে অর্থমন্ত্রীর দফতরে এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের একথা জানান।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আমার আসন থেকে আমার ভাই নির্বাচন করবে।

সব রাজনৈতিক নেতাদের অবসরে যাওয়ার জন্য ৮৫ বছর যথেষ্ট উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, এখনও অনেক সিনিয়র রাজনীতিবিদ মাঠে রয়েছেন, যাদের অবসরে যাওয়া উচিত। তবে তারা আরও একবার সুযোগ নিতে চান। তবে আমার এখন অবসরে যাওয়ার উত্তম সময়।

 

তিনি বলেন, এবার নির্বাচনে সব দল অংশগ্রহণ করছে, এর একটা ভালো প্রভাব রাজনীতি ও অর্থনীতিসহ সমাজের সব ক্ষেত্রেই পড়বে। সবকিছু ভালোভাবে চলছে। নির্বাচনের প্রতিদ্বন্দ্বী না থাকলে বা কেউ অংশ না নিলে দুঃখ লাগতো।

Bootstrap Image Preview