Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তাইজুলের থাবায় দিশেহারা জিম্বাবুয়ের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০১৮, ০৪:৫৯ PM
আপডেট: ১৩ নভেম্বর ২০১৮, ০৬:৪২ PM

bdmorning Image Preview


জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথমে ব্যাটিং করে ৭ উইকেটে ৫২২ রান করে ডিক্লেয়ার দিয়েছে বাংলাদেশ। টাইগারদের দেওয়া এই পাহাড় সমান রানের লক্ষে ব্যাটিং করতে নেমে তৃতীয় দিন শেষে ৯ উইকেটে ৩০৪ রান করেছে জিম্বাবুয়ে। ফলে টাইগারদের থেকে এখনো ২১৮ রানে পিছিয়ে আছে টেইলররা।সেই সাথে ফলোঅন এড়াতে এখনো ১৯রান দরকার জিম্বাবুয়ের।


টাইগারদের উইকেটের সংক্ষিপ্ত স্কোরঃ তাইজুল(৫), মিরাজ(৩), আরিফুল(১)।


তাইজুলের পাঁচ উইকেটঃ মিরাজের আঘাতের পর তৃতীয় দিনের শেষ বিকালের শেষ ওভারে চাকাভাকে ক্যাচ আউট করে ক্যাচ আউট করে প্রথম ইনিংসে আবারো পাঁচ উইকেট নিলেন এই বাঁ-হাতি স্পিনার। 


শেষ বিকালে মিরাজের জোড়া আঘাতঃ মুরের বিদায়ের পরেই বুঝা যাচ্ছিলো আবারো চাপের মুখে পড়েছে জিম্বাবুয়ে। কারণটা  পরিষ্কার লো অর্ডারে আর তেমন কোন ভালো ব্যাটসম্যান নেই জিম্বাবুয়ের। তাই উইকেটে থাকা টেইলরের ঘাড়ে এসে পড়ে তৃতীয় দিন শেষ করার দায়িত্ব কিন্তু সেই দায়িত্ব বেশি দূর টানতে পারলেন এই ডান হাতি ব্যাটসম্যান । মিরাজের বলে সুইপ খেলতে গিয়ে উঠিয়ে দিলেন ক্যাচ। অন্যদিকে ডিপ মিড উইকেটে থাকা তাইজুল সুপার ম্যানের মত ধরলেন সেই ক্যাচ। এই দিন ব্যাট হাতে টেইলর করেন ১১০ রান। একই ওভারে মাভুতাকে স্লিপে ক্যাচ তুলতে বাধ্য করেন মিরাজ । অনায়াসে সেই লুফে নেন আরিফুল। তৃতীয় দিনের শেষ বিকালে  মিরাজের জোড়া উইকেটে খেলার মোড় পাল্টিয়ে যায়।


আরিফুলের অভিষেক উইকেটঃ ৫ উইকেট হারিয়ে মুর ও টেইলর সতর্কতার সাথে ব্যাটিং করতে থাকে। এই দুই ব্যাটসম্যানের নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় জিম্বাবুয়ে। কঠিন চাপেও  এই দুই ব্যাটসম্যান যে ভাবে  প্রতিরোধমূলক ব্যাটিং করে যাচ্ছিলো তাতে হতাশ হয়ে পড়ে টাইগার বোলাররা। উপায় না পেয়ে একের পর এক বোলিং পরিবর্তন করতে থাকে ক্যাপ্টেন মাহমুদউল্লাহ।অবশেষে বোলিংয়ে আনেন আরিফুলকে । দীর্ঘ সময় উইকেটে থাকা এই দুই ব্যাটসম্যানের সামনে বল করতে আরিফুল যেন পথ খুজে পাচ্ছিলেন না। দুই এক বল করার পরেই বুকে সাহস ফিরে পেলেন ভেঙে দিলেন মুর ও টেইলরের জুটি।৮৩ রান নিয়ে উইকেটে থাকা মুরকে এলবিডব্লিউ আউট করে পাঠিয়ে দিলেন সাজ ঘরে।

সিকান্দার রাজার উইকেট ভাঙলেন তাইজুলঃ উইলিয়ামসকে বোল্ড আউট করার ঠিক তিন ওভার পরে জিম্বাবুয়ে দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান সিকান্দার রাজাকে বোল্ড আউট করেন তাইজুল। এই উইকেটের সাথে তাইজুলের উইকেট দাঁড়ায় ৪টি। প্রথম টেস্টে ১১ উইকেট নিয়ে এই সিরিজে এখনো উইকেটের তালিকায় শীর্ষে  আছেন তিনি।

তিন নম্বর উইকেট নিলেন তাইজুলঃ লান্সের পর আবারো উইকেটে আসেন টেইলর ও উইলিয়ামস। তিন উইকেট হারিয়ে এই দুই ব্যাটসম্যান ধীর গতিতে ব্যাটিং করতে থাকলেও নিজেদের জুটিটা দীর্ঘ করতে চাচ্ছিলেন এই দুই জিম্বাবুয়ের ব্যাটসম্যান। কিন্তু সেই পথে আবারো বাঁধা হয়ে দাঁড়ালো ৫১ ওভারের মাথায় উইলিয়ামসকে বোল্ড আউট করলেন। এই সময় জিম্বাবুয়ের দলীয় রান ছিলো ১২৯।

মিরাজের প্রথম শিকারঃ দুই উইকেট হারিয়ে একটু দেখে শুনে ধীর গতিতে ব্যাটিং করতে থাকে জিম্বাবুয়ে। কিন্তু এই দিকে উইকেটের পিপাষায় মরিয়া টাইগাররা। তাইজুলের উইকেটের পর লান্সের আগে তিন নম্বর উইকেট নিয়ে নিলেন মিরাজ।ছারিকে ক্যাচ আউটের ফাদে ফেলিয়ে মাঠ ছাড়া করেন এই ডান হাতি অফ- স্পিনার।

তাইজুলের দ্বিতীয় আঘাতঃ তৃতীয় দিনের শুরুতেই জিম্বাবুয়ে শিবিরে দ্বিতীয় আঘাত হানেন তাইজুল । থ্রিপানোকে ক্যাচ আউট করে পাঠিয়ে দেন সাজ ঘরে।

তাইজুলের প্রথম উইকেটঃ হতভাগা খালেদ উইকেট না পেলেও গত ম্যাচের হিরো তাইজুল কিন্তু ঠিকই উইকেট নিয়ে নিলেন।মাসাকাদাজে মিরাজের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন এই বাঁ-হাতি স্পিনার। মাত্র ১৪ রান করে নিজের প্রথম ইনিংস শেষ করেন এই জিম্বাবুয়ে অধিনায়ক।

খালেদ বলে আরিফুলের ক্যাচ মিসঃ  শেষ বিকালের বোলিংয়ের শুরুটা ভালোই করতে পারতেন নবাগত বোলার খালেদ আহমেদ। কিন্তু সেটি হতে দিলেন না আরিফুল হক। খালেদের আগুনঝরা বোলিংয়ের সামনে স্লিপে ক্যাচ তোলেন জিম্বাবুয়ের ক্যাপ্টেন মাসাকাদজা কিন্তু সেই সহজ  ক্যাচ কঠিন করে ধরতে গিয়ে মিস করেন আরিফুল। 

টাইগারদের ব্যাটিং স্কোরঃ লিটন দাস(৯), ইমরুল কায়েস (০), মুমিনুল হক(১৬১), মোহাম্মদ মিথুন(০),তাইজুল ইসলাম(৪), মাহমুদউল্লাহ(৩৬)। ও নটআউট মুশফিক(২১৯), মিরাজ (৬৮)।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, ইমরুল কায়েস, মমিনুল হক, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লা্হ রিয়াদ, আরিফুল হক, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম,  খালিদ আহম্মেদ, মোস্তাফিজুর রহমান।
 

Bootstrap Image Preview