Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

‘লিগ অন্যান্যবারের তুলনায় বেশ কঠিন এবং আকর্ষণী’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০১৮, ০৩:১৪ PM
আপডেট: ১৩ নভেম্বর ২০১৮, ০৩:১৪ PM

bdmorning Image Preview


সেই অর্থে কোনও প্রথম সারির খেতাব চলতি মৌসুমে এখনও আসেনি তাঁর ভাঁড়ারে। দেশ-বিদেশের বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী ষষ্ঠবারের জন্য ব্যালন ডি’অর টাও হয়তো অধরা রয়ে যাবে চলতি মৌসুমে। তবে ব্যালন ডি’অর অধরা থাকলেও অষ্টমবারের জন্য লা লিগার সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন লিওনেল আন্দ্রেস মেসি।

চোট সারিয়ে সদ্য মাঠে ফিরেছেন বছর একত্রিশের এই আর্জেন্তাইন। মাঠে ফিরে জোড়া গোল করলেও ঘরের মাঠে রিয়াল বেতিসের কাছে হার এড়াতে পাড়েনি তাঁর ক্লাব বার্সেলোনা। যদিও ১২ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে আপাতত শীর্ষেই কাতালান ক্লাবটি। তবে বার্সার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে সেভিয়া, অ্যাটলেটিকো মাদ্রিদ, আলাভেসের মত দলগুলি। অর্থাৎ লা লিগার প্রতিযোগীতা যে দিন দিন বেড়ে চলেছে তা আর বলার অপেক্ষা রাখেনা।

তাই ২০১৭-১৮ মৌসুমের জন্য ‘অ্যালফ্রেদো দি স্তেফানো’ সম্মান হাতে নিয়ে মেসি জানান, ‘লিগ অন্যান্যবারের তুলনায় বেশ কঠিন এবং আকর্ষণীয় হয়ে উঠছে। সহজ প্রতিপক্ষ সেই অর্থে কেউ নেই। যে কোনও ছোট দল বড় দলগুলোকে মাটি ধরাতে প্রস্তুত। যা সমর্থকদের জন্যও আকর্ষণীয় হয়ে উঠছে। আশা করছি এই প্রতিযোগীতা ভবিষ্যতে আরও বাড়বে।’

অষ্টমবারের জন্য লা লিগার মত টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হতে পেরে উচ্ছ্বসিত মেসি। তিন সপ্তাহ মাঠের বাইরে থাকার পর কামব্যাক প্রসঙ্গে জানান, ‘মাঠে নেমে প্রথম দিকে একটু ভয়ে ভয়ে ছিলাম। যে কোনও মুহূর্তে কোচ আমায় পরিবর্তন করতেই পারতেন। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ইতিবাচক অনুভব করি।’

শুধুমাত্র সেরা ফুটবলারই নন, গত মৌসুমে সর্বাধিক গোলস্কোরার হওয়ার সুবাদে সোমবার পিচিচি ট্রফিও ওঠে মেসির হাতে। ৩৬ ম্যাচে ৩৪ গোল করে পঞ্চমবারের জন্য লা লিগার এই খেতাব জিতে নেন মেসি। গত মরশুমের শ্রেষ্ঠ গোলকিপার নির্বাচিত হয়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদ গোলকিপার জন ওবলাক।

এক নজরে লা লিগার বিজয়ীদের তালিকা:

বেস্ট ফুটবলার মেসি

সর্বোচ্চ গোলস্কোরার মেসি

স্প্যানিশ সর্বোচ্চ গোলস্কোরার এসপাস

শেষ্ঠ গোলকিপার ওবলাক 

বেস্ট ম্যানেজার মারসিলিনিও

শেষ্ট গোল চিমা

Bootstrap Image Preview