Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশের সাথে বাণিজ্য জোরদার করবে নেপাল: রাষ্ট্রদূত

কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০১৮, ০৩:০৭ PM
আপডেট: ১৩ নভেম্বর ২০১৮, ০৩:০৭ PM

bdmorning Image Preview


ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত প্রফেসর চোপ লাল ভুশাল বলেছেন, বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক জোরদার করতে নেপাল অত্যন্ত আগ্রহী।

তিনি বলেন, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে নেপাল ব্যবসা বাণিজ্য চালিয়ে আসছে।

সোমবার সন্ধ্যায় রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিস (আরসিসিআই) নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় রাষ্ট্রদূত এসব কথা বলেন।

রাষ্ট্রদূত বলেন, নেপাল বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক আরো জোরদার করতে চায়।

আরসিসিআই সভাপতি মো: মুনিরুজ্জামানের সভাপতিত্বে এ সভায় আরসিসিআই পরিচালক আহসান উদ্দিন সরকার এবং সদরুল ইসলাম,বাংলাদেশ মহিলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের ইউনিট সভাপতি প্রফেসর রজতি নাজনিন এবং রেস্তরা মালিক সমিতির সভাপতি রিয়াজ আহমেদ খান বক্তব্য রাখেন।

Bootstrap Image Preview