Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

খুব শ্রীঘই কোচিংয়ে ফিরছেন না কন্তে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০১৮, ০২:১৬ PM
আপডেট: ১৩ নভেম্বর ২০১৮, ০২:১৯ PM

bdmorning Image Preview


রিয়াল মাদ্রিদের সাথে আলোচনার গুঞ্জন থাকলেও এন্টোনিও কন্টে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন পুনরায় কোচিংয়ে ফিরতে তিনি আগামী বছরের জুন পর্যন্ত অপেক্ষা করবেন।

৪৯ বছর বয়সী কন্টে জুলাইয়ে চেলসি ছাড়ার পর থেকে চাকুরিবিহীণ রয়েছেন। স্প্যানিশ রাজধানীতে জুলেন লোপেতেগুইয়ের স্থানে মাদ্রিদের কোচের তালিকায় প্রথমেই ছিলেন তিনি। তবে রিয়ালের সঙ্গে কিছু বিষয়ে একমত না হওয়ায় চুক্তি হয় স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে।

লোপেতেগুইয়ের ছাঁটাইয়ের পর অস্থায়ী কোচ হিসেবে সানতিয়াগো সোলারি রিয়ালের দায়িত্ব দারুনভাবে পালন করে চলেছেন। ইতোমধ্যেই রিয়ালকে চার ম্যাচে জয় উপহার দিয়েছেন। এরপরই তাকে চলতি মৌসুমে জন্য স্থায়ী ভাবে দায়িত্ব দিয়েছে রিয়াল।

রিয়ালের সঙ্গে চুক্তি না হওয়ায় বিষয়ে মোটেই চিন্তিত নন কন্টে। কারন পুনরায় কোচের দায়িত্বে ফিরে আসতে কোন তাড়াহুড়া তিনি করতে চাননা। এজন্য তিনি চলতি মৌসুমের শেষ পর্যন্ত অপেক্ষা করতেও রাজী আছেন।

এ সম্পর্কে কন্টে বলেছেন, ‘এখন আমি গুরুত্বপূর্ণ কোন ডাগ আউটে নিজেকে দেখতে চাইনা। বরং নিজের ঘরেই দেখতে চাই। এই মুহূর্তে আমি নিজের ব্যাটারি রিচার্জ করছি। বেশ কিছু ম্যাচ দেখেছি, কিছু কিছু সতীর্থকে অনুসরণ করছি। যে ধরনের কোচ আমি তাকে নতুন চাকুরির জন্য জুন পর্যন্ত অন্তত অপেক্ষা করতে চাই।’

আবারো সিরি-আ’তে ফিরে আসার কোন ইচ্ছা আছে কিনা এমন প্রশ্নের জবাবে সাবেক এই জুভেন্টাস কোচ বলেছেন, আমি কখনই না বলিনি। আমি ইতালিয়ান, এখানে আসতে পারলে আমারো ভাল লাগবে। বিদেশের থেকে নিজ দেশে কাজ করাটা অনেক বেশী আনন্দের।

Bootstrap Image Preview