Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আর জমা নেওয়া হবে না আ. লীগের মনোনয়নপত্রঃ গোলাপ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০১৮, ১২:২৫ PM
আপডেট: ১৩ নভেম্বর ২০১৮, ১২:২৫ PM

bdmorning Image Preview


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য আর কোনো মনোনয়ন ফরম জমা নেওয়া হবে না বলে জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও দপ্তর সম্পাদক ড. আবদুস সোবাহান গোলাপ।

আজ মঙ্গলবার (১৩ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বিশেষ সহকারী বলেন, আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ৪ হাজার ২৩টি। এর মধ্যে প্রায় ৩ হাজার ৭শ’ ফরম জমা পড়েছে। আর কোন ফরম জমা নেয়া হবে না।

তিনি আরও জানান, এখন মনোনয়ন প্রত্যাশীদের বায়োডাটা যাচাই-বাছাই চলছে।

এর আগে গতকাল আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ জানিয়েছেন, মনোনয়ন আর বিক্রি হবে না তবে আগামীকালও মনোনয়ন জমা নেওয়া হবে।’ 

হানিফ বলেন, ‘নির্ধারিত সময় পর্যন্ত আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ৪ হাজার ২৩টি আর জমা হয়েছে প্রায় চার হাজার।’

Bootstrap Image Preview