Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

৫ মিনিটে আলিবাবার ব্যবসা ২৫৪০ কোটি টাকা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৮, ১০:৪২ PM
আপডেট: ১২ নভেম্বর ২০১৮, ১০:৪২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


মাত্র পাঁচ মিনিটের মধ্যেই ৩০০ কোটি মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় ২৫৪০ কোটি টাকায় পণ্য বিক্রির রেকর্ড করেছে চীনের ই-কমার্স জায়ান্ট আলিবাবা। ১১ নভেম্বর, রবিবার চীনে পালিত হয়েছে ‘সিঙ্গেলস ডে’।

২০০৯ সাল থেকে আলিবাবা এই দিনটিকেই অনলাইনে সবচেয়ে বড় খুচরা পণ্য বিক্রির দিন হিসেবে ব্যবহার করে আসছে। এ দিন সেলের উদ্বোধন করেন আলিবাবা ডটকমের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জ্যাক মা।

ইকোনোমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এদিন অ্যাপল, শাওমি ও ডাইসনের পণ্য সবচেয়ে বেশি বিক্রি হয়।

নিউজ-১৮ এর এক প্রতিবেদন বলছে, রোববার বার্ষিক ২৪ ঘণ্টার অনলাইন সেল শুরু হওয়ার পর এই রেকর্ড গড়ে আলিবাবা। এছাড়া সেল শুরু হওয়ার মাত্র পাঁচ মিনিটের মধ্যে ৩ বিলিয়ন ডলার বা প্রায় ২৫ হাজার কোটি টাকার পণ্য বিক্রি করে তারা। সেল বলতে বোঝায় বিশেষ অফারের আওতায় পণ্য বিক্রি।

আলিবাবার তরফ থেকে দাবি করা হয়েছে, এত অল্প সময়ের মধ্যে এই পরিমাণ পণ্য বিক্রি বিশ্বের মধ্যে সবচেয়ে বড় কেনাকাটা। রবিবার এই বিক্রি শুরু হওয়ার মাত্র পাঁচ মিনিটের মধ্যে ৩ বিলিয়ন ডলারের পণ্য বিক্রি করে তারা। বাংলাদেশি টাকায় যা প্রায় ২৫ হাজার কোটি টাকারও বেশি।

সংস্থার তরফে আরও দাবি করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২৫০০ কোটি মার্কিন ডলারের বেশি ব্যবসা করেছে তারা। গত বছর  সিঙ্গেলস ডে’র ২৪ ঘণ্টায় প্রায় দুই লাখ আট হাজার কোটি টাকার পণ্য বিক্রি করেছিল এই জায়ান্ট প্রতিষ্ঠান।

আলিবাবা জানায়, বিক্রি শুরুর প্রথম ঘণ্টায় তারা প্রায় ৬৯ বিলিয়ন ইউয়ান (৯.৯২ বিলিয়ন ডলার) পণ্য বিক্রির অর্ডার পান, যা গত বছরের একই সময়ের চেয়ে ২১ শতাংশ বেশি। গত বছরের সিঙ্গেল ডেতে প্রথম ঘণ্টায় বিক্রি হয় ৫৭ বিলিয়ন ইউয়ান। সিঙ্গেল ডেকে বলা হয় বিশ্বের সবচেয়ে বড় অনলাইন বিক্রির ইভেন্ট। গত বছর আলিবাবা ওই দিনে মোট বিক্রি করে ১৬৮ বিলিয়ন ইউয়ান (২৪.১৫ বিলিয়ন ডলার)। এমনকি ২৪ ঘণ্টার প্রথম মিনিটেও বিপুল বিক্রির রেকর্ড করা হয়।

সম্প্রতি চীনের ওপর যুক্তরাষ্ট্রের বিভিন্ন নিষেধাজ্ঞার কারণে আলিবাবার আয় অনেকটাই কমেছে। তবে সিঙ্গেলস ডের বিপুল পরিমাণ ব্যবসা সংস্থাকে অক্সিজেন জোগাবে বলে মনে করা হচ্ছে।

Bootstrap Image Preview