Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

মনোনয়ন ফরম কেনা-জমার সময় বাড়াল বিএনপি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৮, ১০:৩৮ PM
আপডেট: ১২ নভেম্বর ২০১৮, ১০:৩৮ PM

bdmorning Image Preview


ঘনিয়ে আসছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। বড় বড় দলগুলো থেকে মনোনয়ন সংরহ করছেন প্রার্থীরা। এ দিকে নির্বাচনের তারিখ পেছানোর কারণে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দানের সময় বাড়ানো হয়েছে।

আগামী ১৬ নভেম্বর পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে এবং এই একই দিন জমা দেয়ার শেখ তারিখ নির্ধারণ করা হয়েছে। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ এ তথ্য জানিয়েছেন।

সোমবার (১২ নভেম্বর) রাতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি।

এ বিষয়ে রিজভী জানান, প্রথম দিনে সারা দেশে এক হাজার ৩২৬টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। নির্বাচনের তারিখ পেছানোর কারণে দলের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাদানের সময় বাড়ানো হয়েছে।

এর আগে আজ সোমবার বেলা পৌনে ১১টায় মনোনয়ন ফরম বিক্রি শুরু করে বিএনপি। প্রথম মনোনয়ন ফরমটি সংগ্রহ করা হয় দলের কারাবন্দি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পুনঃনির্ধারিত তফসিল প্রজ্ঞাপন আকারে জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের দিন ৩০ ডিসেম্বর ও  ৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ধার্য করা হয়েছে। সোমবার (১২ নভেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশনের (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ এই প্রজ্ঞাপন জারি করেন।

প্রজ্ঞাপনে বলা হয়, রিটার্নিং কর্মকর্তা/সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৮ নভেম্বর। মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বর। ভোটের দিন ৩০ ডিসেম্বর।

আগের তফসিলে ছিল- ভোট ২৩ ডিসেম্বর (রবিবার)। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৯ নভেম্বর (সোমবার)। মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২২ নভেম্বর (বৃহস্পতিবার)। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ নভেম্বর (বৃহস্পতিবার)।

Bootstrap Image Preview