Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ডাকটিকেট প্রকাশ করেছে অস্ট্রেলিয়ান সরকার

কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ১১ নভেম্বর ২০১৮, ০৬:০৮ PM
আপডেট: ১১ নভেম্বর ২০১৮, ০৬:১৪ PM

bdmorning Image Preview


অস্ট্রেলিয়ান সরকার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিচ্ছবি সম্বলিত পৃথক দু’টি ডাকটিকেট সরকারিভাবে প্রকাশ করেছেন।

আজ পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ কথা জানা যায়।

ডাকটিকেটের মূল্য  নির্ধারণ করা হয়েছে অস্ট্রেলিয়ান মুদ্রায় ১ ডলার।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে অস্ট্রেলিয়ান সরকারকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করেছে।

১৯৭২ সালের ২৬ জানুয়ারি বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়  অস্ট্রেলিয়া।

গত ২৪ আগস্ট স্কট মরিসন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১৩ সেপ্টেম্বর-২০১৮ এক বার্তায় বাংলাদেশ-অস্ট্রেলিয়া সম্পর্ক জোরদার ও প্রসারে সন্তুষ্টি প্রকাশ করেন। গত বছর দুই দেশের বাণিজ্য ১১ শতাংশেরও বেশি বেড়েছে উল্লেখ করে তিনি লিখেছেন, সন্ত্রাস এবং আন্তর্দেশীয় অন্যান্য অপরাধ দমনে দুই দেশ পরস্পরকে নিবিড়ভাবে সহযোগিতা করছে। বাংলাদেশি বংশোদ্ভূত ৪৯ হাজার ব্যক্তি অস্ট্রেলীয় সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদেশের নেতৃত্বের কথা আলাদাভাবে উল্লেখ করেছেন স্কট মরিসন। তিনি লিখেছেন, মানবিক সহায়তা হিসেবে অস্ট্রেলিয়া সাত কোটি মার্কিন ডলার দিতে অঙ্গীকারবদ্ধ। ওই সহায়তার বেশির ভাগই বাস্তুচ্যুতদের খাদ্য, আশ্রয় ও অন্যান্য চাহিদা মেটাতে ব্যয় হবে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে শেখ হাসিনার সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।

Bootstrap Image Preview