Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ধানের শীষ নিয়ে নির্বাচন করতে চায় যে ৮ দল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ নভেম্বর ২০১৮, ০৬:০৮ PM
আপডেট: ১১ নভেম্বর ২০১৮, ০৬:০৮ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রতীকসহ বিএনপির প্রতীক ধানের শীষে ভোট করতে চায় মোট আটটি দল।

আজ রবিবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার কাছে পাঠানো এক চিঠিতে এ কথা জানানো হয়।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত ওই চিঠিটি নির্বাচন কমিশনে নিয়ে যায় দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা বিজয় কান্তি সরকারের নেতৃত্বাধীন তিন সদস্যের একটি প্রতিনিধি দল।

বিএনপির সঙ্গে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে চাওয়া দলগুলো হলো, বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), খেলাফত মজলিশ, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাকপা), বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার (৮ নভেম্বর)। তফসিল অনুযায়ী, নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৩ ডিসেম্বর (রোববার)। এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৯ নভেম্বর (সোমবার)। মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২২ নভেম্বর (বৃহস্পতিবার)। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ নভেম্বর (বৃহস্পতিবার)।

Bootstrap Image Preview