Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

আয়কর আদায়ে শীর্ষে বেলজিয়াম: ওইসিডি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ নভেম্বর ২০১৮, ০৫:০৯ PM
আপডেট: ১১ নভেম্বর ২০১৮, ০৫:০৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ইউরোপের দেশগুলোতে সবচেয়ে বেশি আয়কর আদায় হয়। বিশ্বে আয়কর আদায়ে শীর্ষে অবস্থান করছে বেলজিয়াম। দেশটিতে আদায়ের হার ৫৪ শতাংশ। অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট বা অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) ‘ট্যাক্সিং ওয়েজেস ২০১৮’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে আয়কর আদায়ে শীর্ষ দশ দেশের একটি তালিকা দেয়া হয়েছে। এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে জার্মানি। দেশটিতে এ খাত থেকে আদায় হয় ৪৯ দশমিক ৪ শতাংশ। তৃতীয় স্থানে রয়েছে হাঙ্গেরি।

দেশটিতে আয়কর আদায় হয় ৪৮ দশমিক ২ শতাংশ। তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স। আদায়ের হার ৪৮ দশমিক ১ শতাংশ। ওইসিডির তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ইতালি। দেশটিতে আয়কর আদায়ের হার ৪৭ দশমিক ৮ শতাংশ।

ইতালিতে আয়কর পাঁচটি ক্যাটাগরিতে বিভক্ত। বছরে ১৫ হাজার ইউরো পর্যন্ত যাদের আয়, তাদের ট্যাক্স দিতে হয় বেতনের ২৩ ভাগ অর্থ। আর যাদের আয় বছরে ৭৫ হাজার ইউরো বা তার বেশি তাদের সর্বোচ্চ ৪৩ শতাংশ ট্যাক্স দিতে হয়।

তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে অস্ট্রিয়া। তাদের আয়কর আদায়ের হার ৪৭ দশমিক ১ শতাংশ। অন্যান্য দেশের মধ্যে ফিনল্যান্ড (সপ্তম) আদায়ের হার ৪৩ দশমিক ৮ শাতংশ। চেক প্রজাতন্ত্র (অষ্টম) ৪৩ শতাংশ। সুইডেন (নবম) ৪২ দশমিক ৮ শতাংশ এবং স্লোভেনিয়া (দশম) ৪২ দশমিক ৭ শতাংশ।

Bootstrap Image Preview