Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হত্যার আগমুহূর্তে খাশোগি: আমার দম বন্ধ হয়ে আসছে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ নভেম্বর ২০১৮, ০৪:৩০ PM
আপডেট: ১১ নভেম্বর ২০১৮, ০৪:৪৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সৌদি রাজতন্ত্রবিরোধী সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করার সময় অডিও রেকর্ডিংয়ের তথ্য ফাঁস করেছেন তুরস্কের একজন সিনিয়র সাংবাদিক।

তুর্কি পত্রিকা ডেইলি সাবাহর অপরাধ বিভাগের প্রধান নাজিফ কারামান বলেছেন, ঘাতকরা খাশোগিকে হত্যা করার জন্য তার মাথার ওপর একটি ভারী ব্যাগ রেখেছিল। এ সময় ঘাতকদের হাতে নিহত হওয়ার আগমুহূর্তে বেঁচে থাকার তীব্র আকুতি জানিয়েছিলেন খাশোগি। খবর আলজাজিরার।

সৌদি সরকার দীর্ঘদিন অস্বীকার করার পর তাকে হত্যা করার কথা স্বীকার করলেও এখন পর্যন্ত লাশের সন্ধান দিতে পারেনি।

গত ২ অক্টোবর জামাল খাশোগি ব্যক্তিগত কাজে তুরস্কের ইস্তানবুলে অবস্থিত সৌদি কনস্যুলেটে প্রবেশ করে নির্মমভাবে নিহত হন।

তুর্কি গোয়েন্দারা জানান, সৌদি আরব থেকে আসা ঘাতক বাহিনী খাশোগির মৃত্যুর পর ১৫ মিনিটের মধ্যে তার দেহ টুকরো টুকরো করে ফেলে।

তুর্কি সরকারের হাতে আসা অডিওতে খাশোগিকে বলতে শোনা যায়, আমার দম বন্ধ হয়ে আসছে। আমার মাথার ওপর থেকে ব্যাগটি সরাও। আমি ভীষণভাবে ভয় পাচ্ছি।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান জানিয়েছেন, ওই অডিও রেকর্ড সৌদি কর্মকর্তাদের পাশাপাশি পশ্চিমা দেশগুলোর গোয়েন্দা সংস্থার হাতে তুলে দেয়া হয়েছে।

আলজাজিরাকে দেয়া সাক্ষাৎকারে ডেইলি সাবাহর ওই সাংবাদিক আরও বলেন, শ্বাসরুদ্ধ হয়ে খাশোগিকে হত্যা করতে সাত মিনিট সময় লাগে।

Bootstrap Image Preview