Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দীর্ঘ দিন ধরেই মাশরাফিকে নিয়ে ভাবা হচ্ছেঃ কাদের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ নভেম্বর ২০১৮, ০২:৩১ PM
আপডেট: ১১ নভেম্বর ২০১৮, ০২:৩১ PM

bdmorning Image Preview


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্রিকেট তারকা মাশরাফি বিন মর্তুজার প্রার্থী হওয়ার বিষয়টা দীর্ঘ দিন ধরেই ভাবা হচ্ছে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জন্য সাকিব আল হাসানকে খেলা চালিয়ে যেতে বলেছেন।

আজ রবিবার দুপুর ১২টায় আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

সাকিবকে খেলতে বলা হয়েছে মাশরাফিকে নয়  কেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘মাশরাফি সাকিব দুজনেই আমার সঙ্গে কথা বলেছে। আমি তাদেরকে টাইম দিয়েছিলাম। কিন্তু সাকিব গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। তখন প্রধানমন্ত্রী বলেছেন দেশের স্বার্থে খেলে যেতে। আর মাশরাফির বিষয়টা দীর্ঘদিন ধরে ভাবা হচ্ছে। সে নিজেও এলাকায় কাজ করে যাচ্ছে।’

নির্বাচনের তারিখ পেছানোর বিষয়ে তিনি বলেন, ‘নির্বাচন শিডিউল পেছালে আমরা আপত্তি করবো না। দলীয়ভাবে আমাদের কোনো আপত্তি নেই। নির্বাচন সংক্রান্ত প্রতিটা বিষয়ের এখতিয়ার নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন এটাও বলেছে, সব দলের মতামত নিয়ে সিদ্ধান্ত নিবে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনের সিডিউল পেছাবেন কী না পেছাবেন না সেটা ইলেকশন কমিশন ঠিক করবেন।  তবে আমরা মনে করি, নির্বাচন কমিশন সিডিউল পরিবর্তনের যে সময়ের ব্যাপারটা এবং এর দাবির যৌক্তিকতা সেটা বাস্তবের দিকে চেয়ে, সময়ের দিকে চেয়ে যথাযথ ব্যবস্থা নিবেন। এটাই আমরা প্রত্যাশা করি।'

তিনি আরও বলেন, ‘আমরা নির্বাচনে তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছি। দাবি তো অনেকেই করবে সেটা সময়, পরিস্থিতি অ্যালাউ করবে কি না সেটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত।’

Bootstrap Image Preview