Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

নৌকা ও ধানের টিকিট চান ১৭ কাউন্সিলর

বিডিমর্নিং ডেস্ক-
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০১৮, ০২:০৬ PM
আপডেট: ০৭ নভেম্বর ২০১৮, ০২:০৯ PM

bdmorning Image Preview


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান ঢাকার দুই সিটি কর্পোরেশনের ১৭ জন কাউন্সিলর। এর মধ্যে নৌকা প্রতীক নিয়ে ১৪ জন এবং ধানের শীষ প্রতীক নিয়ে তিনজন কাউন্সিলর নির্বাচন করতে চান।

ডিএসসিসির ৩৮নং ওয়ার্ড কাউন্সিলর ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মুক্তিযোদ্ধা আবু আহমেদ মান্নাফি ঢাকা-৬ আসন থেকে মনোনয়ন পেতে জোর তৎপরতা চালাচ্ছেন।

বিভিন্ন এলাকায় তিনি গণসংযোগ করছেন। ডিএসসিসির ২নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আনিছুর রহমান ঢাকা-৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। নৌকা মার্কায় তিনি ভোট প্রার্থনা করছেন।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ৪নং ওয়ার্ড কাউন্সিলর ও ভারপ্রাপ্ত মেয়র মো. জামাল মোস্তফা ঢাকা-১৫ আসন থেকে নির্বাচন করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। আওয়ামী লীগের হাইকমান্ডের সঙ্গে তিনি যোগাযোগ রক্ষা করে চলেছেন।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ১২নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম আশরাফ তালুকদার ঢাকা-৮ আসনে নির্বাচন করতে চান। এ লক্ষ্যে তিনি গণসংযোগও শুরু করেছেন।

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সভাপতি আনিছুরের নাম নগরজুড়ে আলোচিত হচ্ছে। ডিএসসিসির ৫নং ওয়ার্ড কাউন্সিলর আশ্রাফুজ্জামান ফরিদও ঢাকা-৯ আসনে নির্বাচন করতে আগ্রহ প্রকাশ করেছেন।

সবুজবাগ থানা আওয়ামী লীগের সভাপতি ফরিদ দলীয় সিদ্ধান্তকে গুরুত্ব দেবেন। ডিএসসিসির ৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. সিরাজুল ইসলাম ভাট্টিও ঢাকা-৯ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী।

তবে এ আসনে সাবের হোসেন চৌধুরীর মতো হেভিওয়েট প্রার্থী থাকায় তিনি প্রকাশ্যে কোনো কার্যক্রম করছেন না। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সিরাজুল ভাট্টি দলীয় সিদ্ধান্ত পেলে কার্যক্রম শুরু করবেন।

ডিএসসিসির ২৭নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী মো. জাহাঙ্গীর আলম বাবুল ঢাকা-৭ আসন থেকে নৌকার টিকিট চান। ইতিমধ্যে দলীয় হাইকমান্ডের সঙ্গে তিনি যোগাযোগ করছেন বলে জানান।

ডিএসসিসির ৫১নং ওয়ার্ড কাউন্সিলর ও শ্যামপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী হাবিবুর রহমান হাবু ঢাকা-৪ আসনে নৌকার টিকিট চান। ডিএসসিসির সংরক্ষিত ৯নং ওয়ার্ড কাউন্সিলর ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সহসভাপতি আলেয়া পারভীন রনজু ঢাকা-৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চান।

এ লক্ষ্যে তিনি দলীয় হাইকমান্ডদের সঙ্গে যোগাযোগ করছেন। ডিএসসিসির ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ নেতা মো. হুমায়ুন কবির ঢাকা-৭ আসন থেকে নৌকার টিকিট চান। প্রায় দুই বছর ধরে তিনি জোর তৎপরতা চালাচ্ছেন।

ডিএসসিসির ২৪নং ওয়ার্ড কাউন্সিলর মো. আনোয়ার পারভেজ বাদল ঢাকা-৭ আসনে বিএনপির মনোনয়ন চান। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম-সম্পাদক ও চকবাজার থানা বিএনপির সভাপতি বাদল এ আসনে মনোনয়ন পাওয়ার ব্যাপারে দৃঢ় আশাবাদী।

ডিএসসিসির ৩১নং ওয়ার্ড কাউন্সিলর এবং ঢাকা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম রাসেল ঢাকা-৭ আসন থেকে ধানের শীষের টিকিট চান।

ডিএসসিসির ৪০নং ওয়ার্ড কাউন্সিলর ও গেণ্ডারিয়া থানা বিএনপির সভাপতি মকবুল ইসলাম খান টিপু ঢাকা-৬ আসন থেকে ধানের শীষের টিকিট চান।

Bootstrap Image Preview