Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

কক্সবাজার সরকারি কলেজে আরও ৩টি বিষয়ে অনার্স কোর্সের অনুমোদন

তামিরুল ইসলাম মিল্লাত, কক্সবাজার প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০১৮, ০৩:২৩ PM
আপডেট: ০৫ নভেম্বর ২০১৮, ০৩:২৩ PM

bdmorning Image Preview


কক্সবাজার জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কক্সবাজার সরকারি কলেজে পদার্থবিদ্যা, রসায়ন ও প্রাণিবিদ্যা বিষয়ে শিক্ষার্থী ভর্তির অনুমোদন দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

রবিবার (৪ নভেম্বর) অনুমোদন সাপেক্ষে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ অনুমতি প্রদান করা হয়।

প্রাপ্ত অনুমোদনের ফলে শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ৫ নভেম্বর হতে ১১ নভেম্বর তারিখে চলমান রিলিজ স্লিপে নতুন অধিভুক্ত উক্ত বিষয় সমূহে ভর্তির জন্য আবেদন করতে পারবে।

এসময় অনার্স কোর্সে নতুন তিনটি বিষয়ে শিক্ষার্থী ভর্তির অনুমতি পাওয়ায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।

গণিত বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র আব্দুলকাদের আনন্দের সাথে বলেন, রসায়ন আমার প্রিয় সাবজেক্ট। কলেজে আগে থেকে রসায়নে অনার্স চালু হলে আমি গণিতের পরিবর্তে রসায়নে ভর্তি হতাম।

সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে কক্সবাজার সরকারি কলেজের রসায়ন বিভাগের প্রধান বিপ্লব কান্তি পাল বলেন,  কলেজে নতুন বিষয় সমূহে অনার্স কোর্স চালু করায় কক্সবাজারের পড়ালেখার মান আরো একধাপ এগিয়ে যাবে।

কোর্স সমূহ চালুর ব্যাপারে সক্রিয় সহযোগিতা প্রদান করায় শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম)- এর পরিচালক প্রফেসর ড. মোস্তফা কামাল ও স্থানীয় সংসদ সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলসহ কক্সবাজারের রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের সকলের প্রতি ধন্যবাদ ওকৃতজ্ঞতা প্রকাশ করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম ফজলুল করিম চৌধুরী।

উল্লেখ্য, কক্সবাজার সরকারি কলেজ হতে ইতোপূর্বে বিজ্ঞানের শুধুমাত্র ২ টি (উদ্ভিদবিদ্যা ও গণিত) বিষয়সহ মোট ১০টি বিষয়ে শিক্ষার্থীরা অনার্স কোর্স সম্পন্ন করতে পারলেও চলমান শিক্ষাবর্ষ হতে সর্বমোট ১৩ টি বিষয়ে অনার্স কোর্স সম্পন্ন করতে পারবে।

Bootstrap Image Preview