Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তফসিল পেছানোর দাবিতে নির্বাচন কমিশনে যাচ্ছে ঐক্যফ্রন্ট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০১৮, ০২:৪১ PM
আপডেট: ০৫ নভেম্বর ২০১৮, ০২:৪১ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সময় আরও পেছানোর দাবি নিয়ে নির্বাচন কমিশনে যাচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট।

সোমবার (৫ নভেম্বর) বিকেল ৩টায় আসম আব্দুর রবের নেতৃত্বে ঐক্যফ্রন্টের এক প্রতিনিধিদল নির্বাচন কমিশনে যাবে।
 
এর আগে গত ৩ নভেম্বর ঐক্যফ্রন্টের নেতা ড. কামলা হোসেন এক চিঠিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদাকে বলেছিলেন, সংলাপ শেষ না হওয়ার পর‌্যন্ত তফসিল ঘোষণা করা না হয়।
 
নির্বাচন কমিশন ৪ নভেম্বর তফসিল ঘোষণা করতে চেয়েছিল। সেই চিঠির পর সিদ্ধান্তে পরিবর্তন এনে ৮ নভেম্বর তফসিল ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাৎ হোসেন চৌধুরী।

এই কমিশনারের সংবাদ সম্মেলনের পরদিন আবার আসছে ঐক্যফ্রন্ট। সংগঠনটির নেতা ও গণফোরামের প্রচার সম্পাদক রফিকুল ইসলাম পথিক বলেন, নির্বাচন কমিশন তফসিল ঘোষণার জন্য তারিখ ঘোষণা করেছে।

আমরা তাদের বলতে চাই, এখনও আলাপ-আলোচনা চলছে। আলোচনায় চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত যেন তফসিল ঘোষণা না করা হয়।

Bootstrap Image Preview