Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

স্বস্তি নিয়ে লাঞ্চ বিরতীতে বাংলাদেশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০১৮, ১২:০৯ PM
আপডেট: ০৩ নভেম্বর ২০১৮, ১২:৪৫ PM

bdmorning Image Preview


জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে সিলেটে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। শনিবার প্রথম দিনের প্রথম সেশনে তাইজুলের ২ উইকেটে  স্বস্তি নিয়ে লাঞ্চ বিরতীতে গেছে বাংলাদেশ দল। তবে জিম্বাবুয়ের দলের এক পাশ আগলে ব্যাটিং করে যাচ্ছেন অধিনায়ক মাসাকাদজা। ৩১ ওভারে শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ২ উইকেটে ৮৫ রান। 

আজ টসে জিতে বাংলাদেশেকে ফিল্ডিংয়ে পাঠায় জিম্বাবুয়ে দল। তাদের হয়ে ব্যাটিংয়ে গোড়াপত্তন করতে আসেন দুই ওপেনার চারি ও মাসাকাদজা। দুজনে দলকে ভালো সূচনা এনে দেয়। ৩৫ রানের উদ্বোধনী জুটি গড়ে তোলেন তারা। কিন্তু এই জুটি আরো বড় হওয়ার আগেই প্রতিরোধ গড়ো তোলেন তাইজুল ইসলাম। ইনিংসের ১১তম ওভারে ৩১ বল থেকে ১৩ রান করা চারিকে ফিরিয়ে দলকে প্রথম ব্রেক থ্রু এনে দেন। 

এ্ররপর মাসাকাদজাকে সঙ্গ দিতে ক্রিজে আসেন ব্রেন্ডন টেলর। তারা দুজনে দলকে টেনে তোলার চেষ্টা করেন। কিন্তু দলীয় ৪৭ রানের মাথায় নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন তাইজুল। এসময় তার বল পা বাড়িয়ে ডিফেন্ড করতে চেয়েছিলেন টেলর। ইনসাইড এজ হয়ে বল চলে যায় শর্ট লেগে। দারুণ ক্যাচ নেন নাজমুল হোসেন শান্ত। ১৫ বল থেকে ৬ রান আসে তার ব্যাট থেকে।

দুই উইকেট হারিয়ে চাপে পড়া জিম্বাবুয়েকে প্রথম সেশনের বাকিটা পথ দেখে শুনেই পার করেন মাসাকাদজা ও শেন উইলয়াম। তারা দুজনে ৩৮ রানের জুটি গড়ে লাঞ্চ বিরতীতে যায়। লাঞ্চ থেকে ফিরে ৯৯ বল খেবে ৫২ রান নিয়ে মাসাকাদজা ও উইলিয়াম ৪১ বল থেকে ১৩ রান নিয়ে দ্বিতীয় সেশনে ব্যাটিংয়ে নামবেন। 

 

Bootstrap Image Preview