Bootstrap Image Preview
ঢাকা, ১০ রবিবার, ডিসেম্বার ২০২৩ | ২৬ অগ্রহায়ণ ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

এশিয়ায় ক্ষুধার্ত অর্ধশত কোটি মানুষ!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০১৮, ১১:০৩ AM
আপডেট: ০৩ নভেম্বর ২০১৮, ১১:০৪ AM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


এশিয়া প্যাসিফিক অঞ্চলে প্রায় ৪৮ কোটি ৬০ লাখ ক্ষুধার্ত মানুষ রয়েছে।শুক্রবার প্রকাশিত জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার একটি প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে। 

প্রতিবেদনটি বলছে, এই অঞ্চলের অপেক্ষাকৃত ভালো শহর ব্যাংকক ও কুয়ালালামপুরে এমন অনেক দরিদ্র পরিবার আছে যারা তাদের শিশুকে ভালো খাবার দিতে পারে না। ভালো খাদ্যের অভাবে বিভিন্ন স্বাস্থ্য জটিলতায় পড়ে এসব শিশু।

একটি জরিপের বরাত দিয়ে বলা হয়েছ, ব্যাংককে ২০১৭ সালে এক তৃতীয়াংশের বেশি শিশু পর্যাপ্ত খাদ্য পায়নি। অন্যদিকে পাকিস্তানে মাত্র ৪ শতাংশ শিশু গ্রহণযোগ্য মাত্রার সর্বনিম্ন পর্যায়ের খাবার পেয়েছে।

পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় অপুষ্টিজনিত মানুষের সংখ্যা বাড়ছে।

Bootstrap Image Preview