Bootstrap Image Preview
ঢাকা, ২৭ সোমবার, জুন ২০২২ | ১৩ আষাঢ় ১৪২৯ | ঢাকা, ২৫ °সে

ফ্লোরিডায় বন্দুকধারীর হামলা, নিহত ২

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০১৮, ১০:১৯ AM
আপডেট: ০৩ নভেম্বর ২০১৮, ১০:১৯ AM

bdmorning Image Preview


যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি ইয়োগা স্টুডিওতে হামলা চালিয়েছে বন্দুকধারী। এতে দুইজন নিহত ও বেশ কয়েকজন আহতের খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম।

স্থানীয় পুলিশ জানিয়েছে, রাজ্যের তালাহাস্সি শহরের একটি ইয়োগা ক্লাবে বন্দুকধারী হামলা চালায়। এতে দুইজন নিহত ও বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়ে আহত রয়েছেন। তবে তাদের অবস্থা কেমন সে বিষয়ে জানা যায়নি।

এ বিষয়ে রাজ্য পুলিশ প্রধান মাইকেল ডিলিও বলেন, শুক্রবার (০২ নভেম্বর) বিকেল ৫টা ৪৭ মিনিটে বন্দুকধারীর হামলার ফোন পাই আমরা। দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে বেশ কয়েকজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে তাদের নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়।

এর মধ্যে একজনের আশপাশে বেশ কয়েকটি পিস্তল পাওয়া যায়। গুলির ঘটনার পর হামলাকারী নিজেও আত্মহনন করে বলে জানিয়েছে পুলিশ।

হামলায় একজন অংশ নিয়েছে, তবে এ ঘটনার পর ওই এলাকার জনগণের জন্য অন্য কোনো হুমকি নেই বলে আশ্বস্ত করেছেন পুলিশ প্রধান মাইকেল।

এ ঘটনায় এক টুইট বার্তায় নিহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তালাহাস্সির মেয়র অ্যান্ড্রু গিলুম। এছাড়া আইন প্রয়োগকারী সংস্থার লোকজন দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসাও করেছেন তিনি।

উল্লেখ্য, এর আগে ২০১৬ সালে ফ্লোরিডার অরলান্ডোতে পালস নাইটক্লাবে গুলির ঘটনায় ৪৯ জন নিহত হয়েছিলেন। এ বছর ফেব্রুয়ারি মাসে পার্কল্যান্ডে একটি স্কুলে গুলিতে নিহত হন ১৭ জন।

Bootstrap Image Preview