Bootstrap Image Preview
ঢাকা, ১৭ বুধবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দুই ক্রিকেটারের অভিষেকে ফিল্ডিংয়ে বাংলাদেশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০১৮, ০৯:৪১ AM
আপডেট: ০৩ নভেম্বর ২০১৮, ০৯:৫৩ AM

bdmorning Image Preview


টর্সের মধ্য দিয়ে বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে দেশের অষ্টম টেস্ট ভেন্যু হিসেবে অভিষেক হলো সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের। দেশের অস্টম হলেও এটি বিশ্বের ১১৬তম টেস্ট ভেন্যু হিসেবে পরিচিতি লাভ করল। এই ম্যাচে টস্টে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে অধিনায়ক হ্যামলিটন মাসাকাডজা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সমংয় সকাল ৯.৩০ মিনিটে। সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি। 

আজ বাংলাদেশ দলে দুই ক্রিকেটারের টেস্ট অভিষেক হচ্ছে। তারা হলেন নাজমুল ইসলাম অপু ও আরিফুল হক। চলতি জাতীয় লিগের প্রথম রাউন্ডে আরিফুল ২৩১ রানের ইনিংস খেলেছিলেন।এদিকে জিম্বাবুয়ে দলেও দুই ক্রিকেটারের অভিষেক হয়েছে। তারা হলেন ব্র্যান্ডন মাভুতা ও ওয়েলিংটন মাসাকাদজা।

বাংলাদেশ দল: লিটন দাস, ইমরুল কায়েস, নাজমুল হোসেন শান্ত, মমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, আরিফুল হক, মেহেদি হাসান মিরাজ,  নাজমুল ইসলাম অপু, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহি।

জিম্বাবুয়ে দল: হ্যামিলটন মাসাকাদজা (অধিনায়ক), ব্রায়ান চরি,  ক্রেগ এরভিন, ব্রেন্ডন টেলর, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, পি জে মুর, রেজিস ইয়ার (ওয়ান),  ব্র্যান্ডন মাভুতা,  ওয়েলিংটন মাসাকাদজা,  কাইল জারভিস, তেন্ডাই চাতারা।

 

Bootstrap Image Preview