Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সৌদির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে জার্মানি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ নভেম্বর ২০১৮, ০৭:৫৭ PM
আপডেট: ০২ নভেম্বর ২০১৮, ০৭:৫৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


তুরস্কে সাংবাদিক জামাল খাসোগির ঘটনায় নিন্দা জানিয়েছে জার্মান সরকার। এছাড়া আন্তর্জাতিক যে কোনো পদক্ষেপের সঙ্গে তারা সৌদির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে।

জার্মান সরকারের মুখপাত্র বরাত দিয়ে তুরস্কের প্রভাবশালী সংবাদ সংস্থা আনাদলু জানায়, সৌদির সাংবাদিক জামাল খাসোগির হত্যার ঘটনায় একটি স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের অপেক্ষায় রয়েছে জার্মান সরকার। এছাড়া নতুন তথ্যের ওপর ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে জার্মান সরকার।

নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি মুখপাত্র আনাদলুকে জানায়, জামাল খাসোগি নিখোঁজের ঘটনায় অনকে প্রশ্নের উত্তর না পাওয়ায় জার্মান সরকার ভীষণভাবে চিন্তিত।

তিনি বলেন, আমরা সৌদিকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছি। সৌদি আরব নিশ্চয়তা দিতে হবে জামাল খাসোগির ঘটনায় স্বচ্ছ ও দায়িত্বশীল তদন্ত করতে হবে। অনথ্যায় আমরা ঘটনাটি নিয়ে আমরা আমাদের আন্তর্জাতিক মিত্রদের নিয়ে সঠিক ব্যবস্থা নেব। আমরা রিয়াদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ব্যবস্থা করব।

গত সপ্তাহে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল সৌদির রাজা সালমানকে ফোন করে বলেন, খাসোগির হত্যার বিষয়ে দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত করতে।

Bootstrap Image Preview