Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কিছু কিছু বিষয়ে আমরা একমত হয়েছি: কাদের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ নভেম্বর ২০১৮, ১২:১৪ AM
আপডেট: ০২ নভেম্বর ২০১৮, ১২:১৪ AM

bdmorning Image Preview


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংলাপে খোলামেলা আলোচনা হয়েছে। কিছু কিছু বিষয়ে আমরা একমত হয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিষ্কারভাবে বলে দিয়েছেন, সভা-সমাবেশ চলবে। মতপ্রকাশের স্বাধীনতা থাকবে। তবে, রাস্তা বন্ধ করে কোনও সভা-সমাবেশ না করে একটা মাঠে হতে পারে। অনেক মাঠ আছে।

বৃহস্পতিবার গণভবনে আওয়ামী লীগের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

কাদের বলেন, ড. কামাল হোসেনসহ অন্যান্য নেতারা যে যা বলতে চেয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অখণ্ড মনোবলে সবার কথা শুনেছেন। একেকজন দুইবার তিনবার বক্তব্য শুনেছেন, কেউ বাধা দেয়নি। আমাদের নেতারাও বক্তব্য রেখেছেন।

তিনি বলেন, ‘ঐক্যফ্রন্টের কিছু কিছু অভিযোগ করেছেন, এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে আমাদেরও তো একটা বক্তব্য আছে। সেটাও খুব ভদ্রভাবে শালীনতার সঙ্গে বলা হয়েছে। এই আলোচনা অব্যাহত থাকবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘ড. কামাল হোসেনকে যদি জিজ্ঞাসা করুন, তিনি বলবেন, অনেকক্ষণ‌ আলোচনা চলেছে। সাতটা থেকে সাড়ে দশটা। সাড়ে তিনঘণ্টা। অত্যন্ত খোলামেলা আলোচনা হয়েছে।’

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিদেশি পর্যবেক্ষক আসবে, সে ক্ষেত্রে আমাদের কোনো আপত্তি নেই। আমাদের সমর্থন থাকবে।

ইভিএমের ব্যাপারে কাদের বলেছেন, ইভিএম একটি আধুনিক পদ্ধতি। তবে, এবার হয়তো নির্বাচন কমিশন সীমিতভাবে ব্যাবহার করবে। এতে আমাদের সমর্থন থাকবে।’

তিনি আরও বলেন, ‘আরেকটা বিষয় হচ্ছে মামলা। তারা রাজনৈতিক মামলার বিষয়ে একটা প্রশ্ন তুলেছেন। এই ব্যাপারে ড. কামাল হোসেন ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রধানমন্ত্রী বলেছেন, তাদের মামলার তালিকা, তাদের যে মামলাগুলোকে রাজনৈতিক মামলা, সে তালিকা আমার কাছে পৌঁছে দিতে। এটা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

সংলাপ শেষে সাংবাদিকদের বাণিজ্যমন্ত্রী বলেন, সংবিধানের মধ্যেই আমরা কথা বলেছি। সংবিধানের আলোকে আলোচনা হয়েছে। আলোচনা গঠনমূলক হয়েছে।

আলোচনা কি আজই শেষ? না আরও হবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, যেকোনো জায়গায় যেকোনো সময় আলোচনা হতে পারে। আমরা তাদের নির্বাচনে অংশ নেওয়ার কথা বলেছি।’

সংলাপ শেষে বেরিয়ে যাওয়ার সময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ বলেন, আলোচনায় অগ্রগতি আছে। সবাই ভালো বলেছেন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাক বলেন, আলোচনা সুন্দর হয়েছে। তবে সংলাপের সফলতা সম্পর্কে তিনি কোনো মন্তব্য করতে চাননি।

Bootstrap Image Preview