Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

লোপেতেগুইয়েকে বিদায় করল রিয়াল মাদ্রিদ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০১৮, ১০:০৭ AM
আপডেট: ৩০ অক্টোবর ২০১৮, ১০:০৭ AM

bdmorning Image Preview


রোনালদোহীন রিয়াল মাদ্রিদে অভিযানটা সুখের হল না জুলেন লোপেতেগুইয়ের। মাত্র দশ ম্যাচের জন্য হটসিটে বসে রিয়াল মাদ্রিদে প্রাক্তন হয়ে গেলেন এই স্প্যানিশ কোচ।ছাঁটাই করা হয়েছে রিয়াল মাদ্রিদের কোচ হুলেন লোপেতেগুইকে।

রিয়ালের সঙ্গে তার এই সাড়ে চার মাসের অভিযানে চারটি জয়, দু’টি ড্র এবং চারটি হার দিয়ে রিয়াল মাদ্রিদে শেষ হলো এই স্প্যানিশ কোচের সংক্ষিপ্ত ক্যারিয়ার।

রাশিয়া বিশ্বকাপ শুরুর প্রাক মুহূর্তে রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ায় স্পেনের জাতীয় দল থেকে বরখাস্ত করা হয় তাঁকে। এরপর রিয়ালের সঙ্গে দীর্ঘ ন’বছরের সম্পর্ক ছেড়ে রোনালদো জুভেন্টাসে পাড়ি দেওয়ায় বাড়তি চ্যালেঞ্জ এসে পড়ে লোপেতেগুইয়ের কাঁধে।

কিন্তু লা লিগার শুরুটা ভাল হলেও ধীরে ধীরে ছন্দ হারাতে থেকে লস ব্ল্যাঙ্কোসরা। পাঁচ ম্যাচে গোল না করতে পেরে ক্লাবের ১১৬ বছরের ইতিহাসে দীর্ঘতম গোলখরার নিদর্শন রাখেন বেল, বেঞ্জেমারা। ওই পাঁচ ম্যাচের চারটিতেই পরাজিত হয় তারা। স্বভাবতই আতস কাঁচের নীচে চলে আসেন স্প্যানিশ কোচ।

এরপর গত ম্যাচে চ্যাম্পিয়নস লিগে জয়ে ফিরলেও লা লিগায় এল-ক্লাসিকোই কার্যত ডেডলাইন ছিল লোপেতেগুইয়ের কাছে। আর সেই ম্যাচে রবিবার ৫-১ গোলে হারতেই টেবিলে নবম স্থানে নেমে যায় রিয়াল।২০০১-০২ মৌসুমের পর যা তাদের সবচেয়ে বাজে শুরু।

এল-ক্লাসিকো শেষ হতেই ক্লাবের ম্যানেজার ফ্লোরেন্তিনো পেরেজ কোচ বিদায়ের বিষয়টি নিশ্চিত হয়ে যায়।সোমবার দলের অনুশীলনে যোগ দিয়েছিলেন ৫২ বছর বয়সি এই কোচ। এরপরই বোর্ড সভায় তাকে বরখাস্ত করে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে সাবেক রিয়াল খেলোয়াড় আর্জেন্টিনার সান্তিয়াগো সোলারির নাম ঘোষণা করে। রিয়াল আনুষ্ঠানিক বিবৃতিতে নিশ্চিত করেছে খবরটি। 

রিয়ালের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন চেলসির প্রাক্তন কোচ অ্যান্তোনিও কন্তের।দলের খারাপ সময়ে ফুটবল মহলে সুবিদিত এই কোচের উপরই ভরসা রাখতে চাইছে রিয়াল থিঙ্কট্যাঙ্ক। চেলসির হয়ে প্রথম মৌসুমে প্রিমিয়র লিগ জিতলেও খারাপ পারফরম্যান্সের কারণে গত জুলাইয়ে কন্তে’কে সরিয়ে দেয় লন্ডনের ক্লাবটি। চেলসির আগে ইতালির জাতীয় দলেরও দায়িত্ব সামলেছেন কন্তে। পাশাপাশি জুভেন্টাসের হয়েও তিনটি সিরি-‘এ’ জয়ের নজির রয়েছে তাঁর।

Bootstrap Image Preview