Bootstrap Image Preview
ঢাকা, ৩০ শনিবার, সেপ্টেম্বার ২০২৩ | ১৫ আশ্বিন ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ফায়ার সার্ভিসের ঘণ্টাব্যাপী চেষ্টায় ট্রপিক্যাল রাজিয়া প্যালেসের আগুন নিয়ন্ত্রণে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০১৮, ০৭:১২ PM
আপডেট: ২৭ অক্টোবর ২০১৮, ০৭:১৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত


রাজধানীর শান্তিনগরের ট্রপিক্যাল রাজিয়া প্যালেসের আগুন নিয়ন্ত্রণে এসেছে।

শনিবার (২৭ অক্টোবর) বিকেল ৫টার দিকে শান্তিনগরের টুইন টাওয়ার কনকর্ডের পাশের ২৬/১ চামেলীবাগের ভবনটির তৃতীয় তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার আতাউর রহমান।

তিনি বলেন, ভবনটির তৃতীয় তলায় আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ভবনটিতে যায়।

তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করে ৬টায় আগুনে নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ডাম্পিং ও কুলিংয়ের কাজ চলছে। পুড়ে যাওয়া যন্ত্রাংশে পানি ঢালা হচ্ছে। এ দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিসকর্মীরা ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।

Bootstrap Image Preview