Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালে তল্লাশি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০১৮, ০৪:৫৫ PM
আপডেট: ২৭ অক্টোবর ২০১৮, ০৪:৫৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভারতের বেঙ্গালুরুতে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের আঞ্চলিক কার্যালয়ে তল্লাশি চালিয়েছে আর্থিক দুর্নীতি তদন্তকারী সংস্থা (ইডি)।

অ্যামনেস্টি দফতরে বৃহস্পতিবার চালানো এ অভিযানের খবর নিশ্চিত করেছেন বেঙ্গালুরু ইডির যুগ্ম ডিরেক্টর রমন গুপ্তা। ইডির দাবি, বিদেশি অনুদান সংক্রান্ত নীতি লঙ্ঘনের অভিযোগে এ তল্লাশি চালানো হয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থাটির কর্মীদের দাবি, ভিন্নমতাবলম্বীদের টুঁটি চেপে ধরার প্রচেষ্টা হিসেবে তল্লাশি করেছে ইডি। এর আগে ১১ অক্টোবর নেদারল্যান্ডসভিত্তিক পরিবেশবাদী সংস্থা গ্রিনপ্রিসের বেঙ্গালুরু কার্যালয়ে অভিযান চালায় ইডি।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, বৃহস্পতিবার বিকালে ইডির কর্মকর্তারা অ্যামনেস্টির দফতরে হানা দিয়ে ম্যানেজমেন্ট স্তরের বেশ কয়েকজন কর্মীর কম্পিউটার বাজেয়াপ্ত করেন।

কার্যালয়টির সব রকমের যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেয়া হয়। সেখানে বাণিজ্যিক প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে একটি সরকারি বিবৃতিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্ডিয়ার (এআইআই) বিরুদ্ধে অভিযোগ আনে ইডি। ওই বিবৃতিতে বলা হয়, ২০১০ সালে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের রেজিস্ট্রেশন দিতে অস্বীকার করে।

এরপরও বিদেশি অনুদান (নিয়ন্ত্রণ) আইন (এফসিআরএ) এড়িয়ে বিদেশি অনুদান পাওয়ার জন্য অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড নামের একটি বাণিজ্যিক সংস্থা তৈরি করেছে।

বিবৃতিতে ইডির অভিযোগ, এআইআই তাদের বাণিজ্যিক প্রতিষ্ঠানের নামে ‘এখন পর্যন্ত বাণিজ্যিক সূত্রে ৩৬ কোটি রুপির বিদেশি অনুদান পেয়েছে। এর মধ্যে ১০ কোটি রুপি পাওয়া গেছে দীর্ঘমেয়াদি ঋণ হিসেবে এবং সেই অর্থ ফিক্সড ডিপোজিট করা হয়েছে।

Bootstrap Image Preview