Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পটুয়াখালী পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০১৮, ১২:৪০ PM
আপডেট: ২৭ অক্টোবর ২০১৮, ১২:৪২ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


প্রধানমন্ত্রী শেখ হাসিনা পটুয়াখালীর পায়রাবন্দর ও পায়রা বিদ্যুৎ কেন্দ্র এবং বেশকিছু উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে পটুয়াখালী পৌঁছেছেন ।

আজ শনিবার দুপুর ১২টায় তিনি সেখানে পৌঁছান। এর আগে সকাল ১০টার দিকে হেলিকপ্টারে করে তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দর থেকে পটুয়াখালীর পায়রার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী।

পটুয়াখালীতে জমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্থ ১৩০টি পরিবারের হাতে আধুনিক আবাসন প্রকল্প ‘স্বপ্নের ঠিকানা’র চাবি ও দলিল তুলে দেবেন দিবেন তিনি।

পরে সেখানে পায়রা সমুদ্র বন্দরের সাভিস জেটি, অফিসার্স গেস্ট হাউস, স্টাফ ডরমেটরি, পটুয়াখালী সরকারি কলেজের ৫তলা ছাত্রী নিবাস, সরকারি কলেজের নব নির্মিত একাডেমিক ভবন কাম এক্সামিনেশন হল, ইসাহাক মডেল কলেজ, হাজী আক্কেল আলী হাওলাদার কলেজ, কুয়াকাটা খানাবাদ কলেজ, মুক্তিযোদ্ধা মেমোরিয়াল কলেজ, জালাল উদ্দীন তালুকদার কলেজ, সুবিধখালী ডিগ্রি কলেজ ও জনতা ডিগ্রি কলেজের নবনির্মিত চারতলা ভবনসহ ১৬টি প্রকল্পের শুভ উদ্বোধন ঘোষণা করবেন।

এছাড়া পটুয়াখালী সরকারি কলেজের পাঁচতলা বিজ্ঞান ভবন, শ্রীমন্ত নদীর উপর ব্রিজ, কৃষক প্রশিক্ষক কেন্দ্রসহ পাঁচটি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। একই সময় সেখানে অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য প্রদান করবেন প্রধানমন্ত্রী।

এর পরে দুপুরের নামাজ ও মধ্যাহ্ন বিরতির পর বেলা আড়াইটায় প্রধানমন্ত্রী হেলিকপ্টার যোগে পায়রা তাপবিদ্যুৎ থেকে তালতলীর উদ্দেশ্যে রওয়ানা দেবেন। তালতলীতে প্রধানমন্ত্রী বরগুণার ২১টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে তালতলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন।

 

Bootstrap Image Preview