Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাষ্ট্রপতি দেশে ফিরেছেন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০১৮, ১০:৪৯ AM
আপডেট: ২৭ অক্টোবর ২০১৮, ১০:৪৯ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


পাঁচ দিনের সফর শেষে সুইজারল্যান্ডের জেনিভা থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

শনিবার সকাল সোয়া ৮টায় তিনি ঢাকা পৌঁছান।

এসময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, ডিপ্লোম্যাটিক কোরের ডিন ভ্যাটিকানের রাষ্ট্রদূত জর্জ কোচেরি বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান।

উল্লেখ্য, গত ২১ অক্টোবর রাতে ঢাকা থেকে রওনা হয়ে পরদিন জেনিভায় পৌঁছান রাষ্ট্রপতি। ২৩ অক্টোবর তিনি জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার (আঙ্কটাড) বিশ্ব বিনিয়োগ সম্মেলনে বক্তব্য দেন।

এরপর ২৪ অক্টোবর ক্রানস মনটানা ফোরাম আয়োজিত ‘হোমল্যান্ড অ্যান্ড গ্লোবাল সিকিউরিটি ফোরামের’ ২০তম সম্মেলনে যোগ দেন রাষ্ট্রপতি।

Bootstrap Image Preview