Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘ফেসবুকের’ জন্য খারাপ পারফম্যান্স করতেন সৌম্য !

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০১৮, ১১:৫৪ PM
আপডেট: ২৬ অক্টোবর ২০১৮, ১১:৫৪ PM

bdmorning Image Preview


এশিয়া কাপে দলে ছিলেন না সৌম্য সরকার। কারণ হিসাবে বিসিবি নির্বাচকরা জানান ফর্মে নেই।কিন্তু টুর্নামেন্টের মাঝ পথে তড়ি ঘড়ি করে সৌম্যকে উড়িয়ে নিয়ে যাওয়া হয় দুবাইতে।সেখানে ভারতের বিপক্ষে দলের বিপর্যয়ে ৩৩ রান করেছিলেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান।

এরপর ঘরের মাঠে সদ্য শেষ হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজেও তাকে রাখা হয় দলের বাহিরে। কারণ সেই আগের টাই ফর্মে নেই। তাই সৌম্যকে ফর্মে ফেরাতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের ক্যাপ্টেন হিসাবে খেলানো হয়। সেই ম্যাচে ১০২ রান করে অপরাজিত থাকেন তিনি। তার পরেও বিসিবির টনক নড়েনি।তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটিতে জয় লাভ করলেও সৌম্যর জায়গায় দলে নেওয়া ফজলে রাব্বি নির্বাচকদের হতাশ করেছেন।তাই শেষ ম্যাচে খুলনা থেকে আবারো উড়িয়ে আনা হয় সৌম্যকে।

সৌম্যর উড়ে আসায় বলে দিচ্ছিলো তৃতীয় ও শেষ ম্যাচে একাদশে থাকবেন তিনি। ম্যাচের দিন ঠিক যেন সেটায় হলো।টাইগার দলে হলো তিন পরিবর্তন। ফজলে রাব্বির জায়গায় একাদশে রাখা হলো সৌম্যকে। দলে আবারো খেলার সুযোগটা পেয়ে সৌম্য যেন নিজেকে মেলে ধরার চেষ্টা করলেন। সমালোচকদের জবাব দিলেন ব্যাটিং করে । ৬ ছক্কা আর ৯ চারে করলেন ১১৭ রানের বিরাট এক ইনিংস।

দুর্দান্ত এই পারফম্যান্স করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন সৌম্য। এ যেন উড়ে এলেন নির্বাচকদের মন জয় করে চলে গেলেন।

দারুণ এই পারফম্যান্সের পর খেলা শেষে সাংবাদিক সম্মেলনে আসেন সৌম্য। সেখানে তাঁর কাছে জানতে চাওয়া হয় মাঝ খানে যখন খারাপ সময় গিয়েছিলো তখন কোচদের সাথে কোন ধরনের বিষয় নিয়ে কথা বলেছেন। নাকি আপনি মানসিক ভাবেই হতাশ ছিলেন? এমন প্রশ্নের জবাবে সৌম্য জানান,‘আমার কাছে মনে হয় আমি বাহিরের কথা বেশি শুনতাম। ফেসবুকটা যখন বেশি ব্যবহার করতাম তখন নেগেটিভ জিনিসটা বেশি দেখতাম । আর একটা জিনিস দেখলে মাথার মধ্যে আসতোই নেগেটিভ চিন্তা। পজেটিভ জিনিসটা কেউ লেখেও না, কেউ দিতেও পারে না।এমনটা হেড লাইন আসে যে পুরা একশোই আমি খারাপ করেছি। তো আমরা বাঙালিরা হেড লাইনটা বেশি করি। তো ঐ টাই আর কি। পরে মাঝ খানে চিন্তা করলাম ফেসবুক ব্যবহার করবো না, মানুষের সাথে কথা কম বলবো, নেগেটিভ নিউজ নিয়ে চিন্তা কম করবো। তো ঐ সময় একটু প্যাকটিসও কম করতাম। খারাপ সময় গেলে যায় হয় আর কি, ভালো কাজ করলেও খারাপ মনে হয়। তো অনুশীলনে বেশি মনোযোগ থাকতাম’।

দারুণ পারফম্যান্স করা সৌম্যর জন্য দুঃসংবাদ হলো জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দলেও রাখা হয়নি তাকে। কে যানে হয়তো আবারো অন্য কোথা থেকে উড়িয়ে সৌম্যকে টেস্ট দলে যুক্ত করা হবে। বার বার উড়ে এসে এমন দুর্দান্ত পারফম্যান্স হলে সৌম্যর জন্য মন্দ হয় না।

Bootstrap Image Preview