Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

মেকআপের আগে ট্রাই করবেন যে ফেসপ্যাক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০১৮, ০৯:২৮ PM
আপডেট: ২৬ অক্টোবর ২০১৮, ০৯:২৮ PM

bdmorning Image Preview


সন্ধ্যাবেলা কোনো জমকালো পার্টি বা বিয়ে বাড়ি যেতে চাচ্ছেন? তাহলে মেকআপও নিশ্চয়ই ভারী হবে। কিন্তু এই ভারী মেকআপের জন্য স্কিনকে রেডি করেছেন তো? কি ভাবছেন, মেকআপের জন্য স্কিনকে আবার রেডি করতে হয় নাকি? হ্যাঁ করতে হয় বইকি। কারণ স্কিনে অনেকক্ষণ মেকআপকে ধরে রাখার জন্য, বা সেই ব্রাইট লুকটা পাওয়ার জন্য স্কিনকে রেডি তো করতেই হবে। নাহলে মেকআপের পরও মুখ যদি কালো লাগে তাহলে কি ভালো লাগবে?

তাই স্কিনকে রেডি করতে ট্রাই করুন এই ফেসপ্যাকটি-

১. বেসনের প্যাক-

উপকরণ:

২ চামচ বেসন, ১ চামচ গোলাপজল, কয়েকফোঁটা লেবুর রস ও এক চিমটে হলুদ গুঁড়ো।

সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিন। এবার এই পেস্ট মুখে লাগান। ১৫ মিনিট অপেক্ষা করুন। তারপর ঠাণ্ডা জলে ধুয়ে নিন। এটা সকালে জাস্ট করে নিন। তারপর দেখুন মুখ কেমন পরিষ্কার লাগে। এমনিতে এটা সপ্তাহে এক দু’দিন করতেই পারেন। স্কিন থাকবে পরিষ্কার গ্লোয়িং।

Bootstrap Image Preview