Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

লালমনিরহাটে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০১৮, ০১:১৪ PM
আপডেট: ২৬ অক্টোবর ২০১৮, ০১:১৪ PM

bdmorning Image Preview


লালমনিরহাটে জমি নিয়ে সংঘর্ষে ফজলুর রহমান (৪২) নামে এক কৃষক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় ঘটনাটি ঘটে। নিহত ফজলুর রহমান সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের খোড়াগাছ তেলিটারী গ্রামের মৃত দানেস আলীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ফজলুর রহমানের সাথে দীর্ঘদিন ধরেই জমি নিয়ে বিরোধ চলছিল     প্রতিবেশী ইছান উদ্দিনের ছেলে আব্দুর রহমানের। এ বিষয়ে একাধিকবার স্থানীয়ভাবে বৈঠক হলেও এ ঘটনার কোনো সমাধান হয়নি। এরই জেরে এই হামলা হয়।

জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের বাড়ির পাশে সুপারি গাছের চারা রোপন করছিলেন কৃষক ফজলুর রহমান। এ সময় দলবল নিয়ে অতর্কিতভাবে ফজলুরের উপর হামলা চালায় আব্দুর রহমান ও তার শ্বশুরালয়ের লোকজন। পরে ফজলুরকে বাঁচাতে তার স্ত্রী আহেরন (৩৬) ও ছেলে তাইজুল (১২) এগিয়ে এলে তারাও হামলার শিকার হন। পরবর্তীতে স্থানীয়রা তাদের তিনজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা  ফজলুর রহমানকে মৃত ঘোষণা করেন। 

এ দিকে স্থানীয়দের খবরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সন্দেহজনক ভাবে আব্দুর রহমানের চাচা শ্বশুর আবুল কাসেমকে আটক করেছে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম জানান, সন্দেহজনক ভাবে একজনকে আটক করে জিজ্ঞসাবাদ করা হচ্ছে। বাকি আসামিদেরও আটক করার চেষ্টা করছে পুলিশ।
 

Bootstrap Image Preview